Viral Video

ট্যাঙ্কে হেলান দিয়ে ঠোঁটে ঠোঁট! চুম্বনরত যুগলকে নিয়ে নেটপাড়ায় সমালোচনার ঝড়, বিতর্ক, ভাইরাল ভিডিয়ো

ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ভানু নন্দ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুন ২০২৫ ১১:২৩
Share:

ছবি: এক্স থেকে নেওয়া।

প্রকাশ্যে প্রেমিক-প্রেমিকাদের আদর বা ঘনিষ্ঠ হওয়া ভারতে বেশির ভাগ সময়েই কড়া প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে। তৈরি হয়েছে বিতর্কও। সম্প্রতি প্রকাশ্যে আসা এ ধরনের একটা ঘটনাতেও তার অন্যথা হল না। জনসমক্ষে চুম্বন করা নিয়ে পড়ল হইচই। যুগলের আচরণকে ‘অশালীন’ তকমা দিলেন নেটাগরিকেরা। সেই ঘটনার একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ঘটনাটি কবে এবং কোথায় ক্যামেরাবন্দি করা হয়েছে, তা-ও ওই ভিডিয়ো থেকে স্পষ্ট নয়।

Advertisement

ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, একটি খোলা মাঠে একে অপরকে জড়িয়ে চুমু খাচ্ছে এক যুগল। তাদের সামনে কয়েকটি বড় বড় পাইপ এবং প্লাস্টিকের ট্যাঙ্ক পড়ে রয়েছে। তার মধ্যেই একটিতে হেলান দিয়ে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন তাঁরা। কিছু ক্ষণ পর ওই যুগল সেখান থেকে চলে যান। দূর থেকে কেউ পুরো বিষয়টি ক্যামেরাবন্দি করে রাখেন। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

ভাইরাল সেই ভিডিয়ো পোস্ট করা হয়েছে ‘ভানু নন্দ’ নামে এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন ভিডিয়োটি। ভিডিয়ো দেখে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন নেটাগরিকেরা। নিন্দার ঝড় উঠেছে। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন সমাজের বিভিন্ন স্তরের মানুষ। প্রশাসনের কাছে ওই যুগলের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন কেউ কেউ। যদিও নেটাগরিকদের অনেকেরই মত, প্রাপ্তবয়স্ক ওই যুগল যা করেছেন তা অস্বাভাবিক কিছু নয়। তবে তাঁদের উপযুক্ত একটি জায়গা বেছে নেওয়া উচিত ছিল। অনেকে আবার বিষয়টির মধ্যে খারাপ কিছু খুঁজে পাননি। বরং তাঁদের ঘনিষ্ঠ মুহূর্ত ক্যামেরাবন্দি করার জন্য ভিডিয়োগ্রাহকের সমালোচনাতে সরব হয়েছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement