ছবি: এক্স থেকে নেওয়া।
জিমে কসরত করার পর লকারে তোয়ালে রাখতে গিয়েছিলেন যুবক। হঠাৎ চোখের সামনে অন্ধকার। অজ্ঞান হয়ে পড়লেন লকার ধরেই। এর ফলে ভারী লকার উল্টে গেল তাঁর উপরেই! সামনেই ব্যায়াম করছিলেন এক কিশোর। ওই দৃশ্য দেখে দৌড়ে গেল সে। জ্ঞান হারানো যুবকের শরীর থেকে লকার সরিয়ে প্রাণ বাঁচাল তাঁর। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হরিয়ানার ফরিদাবাদের সেক্টর ১১-এর একটি জিমে। সেই ঘটনার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে ইতিমধ্যেই। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, জিমের ভিতরে যুবকের প্রাণ বাঁচানো কিশোরের নাম অভিমন্যু লাম্বা। ১৬ বছর বয়সি অভিমন্যুর বাড়ি মুজেসারে। ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, ব্যায়াম করে ঘাম মুছে জিমের লকারে তোয়ালে রাখতে গিয়েছেন এক যুবক। তোয়ালে রাখার পরই ‘ব্ল্যাক আউট’ হয় তাঁর। লকার ধরেই অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যান তিনি। এর ফলে ভারী লকারটিও তাঁর শরীরের উপর পড়ে। পাশেই জিম করছিলেন এক কিশোর। ঘটনাটি দেখে দ্রুত পদক্ষেপ করেন তিনি। একার চেষ্টায় ভারী লকার যুবকের উপর থেকে সরিয়ে ফেলে সে। এর পর যুবকের পা ধরে নিরাপদ জায়গায় নিয়ে যায়। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে। ওই যুবক বর্তমানে সুস্থ রয়েছেন বলে খবর।
ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘ডেডলি কলেশ’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখে নেটাগরিকদের অনেকে যেমন উদ্বেগ প্রকাশ করেছেন, তেমনই অনেকে আবার কিশোরের সাহসিকতা এবং উপস্থিত বুদ্ধির প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন। এক নেটাগরিক ভিডিয়োটি দেখে লিখেছেন, ‘‘ছেলেটিকে কুর্নিশ। ও না থাকলে যুবক প্রাণ হারাতে পারতেন।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘জিমে যাওয়ার আগে সঠিক খাবার-দাবার খান। না হলে এ রকম হতেই পারে।’’