Rajshahi

কোচিং সেন্টারে মজুত অস্ত্র এবং বিস্ফোরক! অভিযান বাংলাদেশ সেনার, রাজশাহীতে ধৃত শিক্ষক

রাজশাহী পুলিশ জানিয়েছে, ধৃত মুনতাসিরউল আলম অনিন্দ্য (৩৫) ‘ডক্টরস ইংলিশ’-এর ইংরেজি বিভাগের পরিচালক ছিলেন। এর আগেও দু’বার জঙ্গি সংশ্রবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ অগস্ট ২০২৫ ১২:৫৫
Share:

ধৃত মুনতাসিরউল আলম অনিন্দ্য। ছবি: সংগৃহীত।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোরে রাজশাহী শহরের একটি কোচিং সেন্টারে অভিযান চালাল বাংলাদেশ সেনা, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এবং পুলিশের যৌথ বাহিনী। সেখান থেকে বিপুল পরিমাণে অস্ত্র ও বিস্ফোরকের পাশাপাশি ওয়াকিটকি এবং বাইনোকুলার উদ্ধার হয়েছে বলে সে দেশের কয়েকটি সংবাদমাধ্যম জানিয়েছে।

Advertisement

এই ঘটনায় ‘ডক্টরস ইংলিশ’ নামে ওই কোচিং সেন্টারের এক কর্তাকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী পুলিশ জানিয়েছে, ধৃত মুনতাসিরউল আলম অনিন্দ্য (৩৫) ‘ডক্টরস ইংলিশ’-এর ইংরেজি বিভাগের পরিচালক ছিলেন। এর আগেও দু’বার জঙ্গি সংশ্রবের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে। ২০১৭ সালের জুন মাসে ঢাকার হোলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় নিহত হয়েছিলেন এক ভারতীয়-সহ ২২ জন। ওই ঘটনার পরে গ্রেফতার করা হয়েছিল মুনতাসিরউলকে।

এ ছাড়া, মৌলবাদীদের আক্রমণে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদারপন্থী শিক্ষক এফএম রেজাউল করিম সিদ্দিকির মৃত্যুর ঘটনাতেও গ্রেফতার হয়েছিলেন মুনতাসিরউল। পুলিশ সূত্রের খবর, মুনতাসিরউলের বাবা শফিউল আলম লাটকু রাজশাহী মহানগর বিএনপির প্রাক্তন সহ-সভাপতি। রাজশাহীর প্রাক্তন মেয়র এএইচ এম খায়রুজ্জামান লিটন সম্পর্কে ধৃতের তুতো দাদা। রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র গাজিউর রহমান শনিবার জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে সেনার ৪০ নম্বর ইস্টবেঙ্গল রেজিমেন্ট অভিযান চালিয়েছে, সে বিষয়ে বিস্তৃত তথ্য তাঁদের কাছে নেই।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement