নাড়ির টানে ঢাকা ছাড়ছেন হাজার হাজার মানুষ। ফাঁকা হতে শুরু করেছে কর্মব্যস্ত ঢাকা। চেনা পথঘাটগুলো একটু অচেনা— নেই পরিচিত মানুষের চলাচল, যানজট, গাড়ির হর্ন। কর্মস্থলে ছুটি বেশ লম্বা, মানুষের স্রোত এখন রেলস্টেশন, লঞ্চ ও বাস টার্মিনালের দিকে। তাঁরা ছুটির দিনগুলি কাটাতে চান মফস্সল বা গ্রামে স্বজনের সঙ্গে। বাংলাদেশ সরকারের ঘোষণা অনুযায়ী ৯ সেপ্টেম্বর থেকে টানা ৬ দিন ইদের ছুটি পেয়েছেন চাকরিজীবীরা। অন্য দিকে, ১৫ সেপ্টেম্বর সরকারি অফিস খোলা থাকলেও ওই দিন অনেকেই ছুটি নিয়েছেন। ফলে আরও তিন দিন ছুটি পাচ্ছেন সরকারি-বেসরকারি বহু কর্তাব্যক্তি ও কর্মী। তাই তো প্রিয়জনের সঙ্গে কোরবানির ইদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন সপরিবার।