ইদের নমাজের আগে ফের সন্ত্রাসবাদী হামলায় রক্তাক্ত হল বাংলাদেশে। এ বার কিশোরগঞ্জে। বাংলাদেশের সবচেয়ে বড় ইদ জমায়েত হয় যে শোলাকিয়া ইদগাহে, তার খুব কাছেই বৃহস্পতিবার সকাল ৮টার কিছু পরে এই হামলা হয়। পুলিশ এবং প্রত্যক্ষদর্শীদের কথায়, হামলাকারীর সংখ্যা ৮-১০। ঘটনায় এক হামলাকারী-সহ মোট চার জনের মৃত্যু হয়েছে। জখম অন্তত ১২। শোলাকিয়ায় চলছে চিরুনি তল্লাশি। ঢাকায় ভয়ঙ্কর হামলার এক সপ্তাহের মধ্যেই কিশোরগঞ্জ ফের রক্তাক্ত হওয়ায় নিন্দার ঝড় উঠেছে বাংলাদেশে।
পুলিশ চৌকিতে অতর্কিতেই বোমা হামলা চালায় হামলাকারীরা। তার পর ধারালো অস্ত্র নিয়ে কর্তব্যরত পুলিশ কর্মীদের উপর তারা ঝাঁপিয়ে পড়ে। পুলিশ ঘুরে দাঁড়িয়ে পাল্টা গুলি চালালে দু’পক্ষে গুলির লড়াই শুরু হয়ে যায়। পুলিশের সঙ্গে অবশ্য বেশিক্ষণ সম্মুখ সমরে থাকেনি হামলাকারীরা। ইদগাহ সংলগ্ন একটি স্কুলে এবং বেশ কয়েকটি বাড়িতে ঢুকে পড়ে তার ভিতর থেকে পুলিশের দিকে গুলি চালাতে থাকে।