Advertisement
০৫ মে ২০২৪

গুলশন হামলায় চার অভিযুক্তের ছবি প্রকাশ, পড়ুয়া ধৃত

গুলশনে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তি ও একটি গাড়িকে ‘চিহ্নিত’ করে ভিডিও প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১ জুলাই রাতে হলি আর্টিজানের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে এ ছবি প্রকাশ করা হয়। ভিডিও ক্যামেরায় যে জায়গার ছবি ধরা পড়েছে সেটি হলি আর্টিজান বেকারি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে।

নিজস্ব সংবাদদাতা
ঢাকা শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ২১:০০
Share: Save:

গুলশনে হলি আর্টিজান বেকারিতে সন্ত্রাসবাদী হামলায় জড়িত সন্দেহভাজন চার ব্যক্তি ও একটি গাড়িকে ‘চিহ্নিত’ করে ভিডিও প্রকাশ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত ১ জুলাই রাতে হলি আর্টিজানের আশপাশের এলাকার ক্লোজড সার্কিট ক্যামেরার ফুটেজ থেকে এ ছবি প্রকাশ করা হয়। ভিডিও ক্যামেরায় যে জায়গার ছবি ধরা পড়েছে সেটি হলি আর্টিজান বেকারি থেকে মাত্র ১০০ মিটার দূরত্বে।

এরই পাশাপাশি গুলশনে হামলায় জড়িত সন্দেহে গতকাল সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়াকে গ্রেফতার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল সাইবার ক্রাইম ইউনিট। ধৃতের নাম আবদুল আজিজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র। এ দিকে, মঙ্গলবার ভোরে ঢাকার খিলগাঁওয়ের একটি মেসে অভিযান চালিয়ে শিবিরের দুই নেতা-সহ ২০ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে বেশ কিছু জিহাদি বই, একটি কম্পিউটার, সাতটি ককটেল বোমা এবং চারটি চাপাতি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃত শিবির সভাপতির নাম মোতাহার হোসেন ও সাধারণ সম্পাদকের নাম আবদুর রাজ্জাক।

গত ১ জুলাই শুক্রবার রাত পৌনে ৯টা নাগাদ গুলশনের হলি আর্টিজান রেস্তোরাঁয় হত্যালীলা চালায় জঙ্গিরা। প্রায় ১২ ঘণ্টার শ্বাসরুদ্ধকর পণবন্দি সঙ্কটের রক্তাক্ত অবসান ঘটে শনিবার সকাল সাড়ে ৮টা নাগাদ প্যারাকমান্ডোর অভিযানের মাধ্যমে। অভিযান শেষে ঘটনাস্থল থেকে ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। এদের জঙ্গিরা আগেই ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। এই ২০ জনের মধ্যে ১৭ জন বিদেশি নাগরিক ও তিন জন বাংলাদেশি। উদ্ধার অভিযানে নিহত হয় আরও ছ’জন। এ ছাড়াও উদ্ধার অভিযানের শুরুতেই জঙ্গি হামলায় নিহত হন দুই পুলিশকর্তা। আহত হন কমপক্ষে ৪০ জন।

আরও পড়ুন:বাংলাদেশে তিন জেলায় চার পুরোহিতকে খুনের হুমকি, কড়া প্রশাসন

র‌্যাব-এর প্রকাশিত ফুটেজে দেখা গিয়েছে, গুলশনের ৭৫ ও ৭৯ নম্বর রোডের কাছে সংযোগকারী রাস্তা এবং ফুটপাথ ধরে সন্দেহজনক ভাবে ঘোরাঘুরি করছে কয়েক জন। এদের মধ্যে ব্যাগ নিয়ে এক মহিলাকেও দেখা যাচ্ছে। তাদের প্রত্যেককেই ফুটপাথের দেওয়ালের একেবারে গা ঘেঁষে ঘোরাঘুরি করতে দেখা যায়। সন্দেহজনক একটি গাড়িও ওই রাস্তায় চিহ্নিত করা হয়েছে।

এরই পাশাপাশি, যমুনার চর এলাকায় কয়েক মাইল জায়গা জুড়ে পুলিশ-বিজিবি-র‌্যাবের হাজারখানেক সদস্য সোমবার দিনভর অভিযান চালায়। এই অভিযানে জঙ্গিদের ব্যবহৃত বেশ কয়েকটি অস্ত্র ও বইপত্র উদ্ধার করা হলেও ধরা যায়নি জঙ্গিদের। অভিযানের খবর আগেভাগে ফাঁস হয়ে যাওয়ায় জঙ্গিরা পালিয়ে গিয়েছে বলে ধারণা করছেন র‌্যাব-এর ডিরেক্টর জেনারেল বেনজির আহমেদ। অভিযান শেষে তিনি জানান, কোনও জঙ্গি যদি স্বেচ্ছায় তার দলের তথ্য দিয়ে বাহিনীকে সহায়তা করে এবং নিজের কৃতকর্মের দায় স্বীকার স্বাভাবিক জীবনে ফিরে আসতে আগ্রহী হয়, তা হলে তাকে ১০ লাখ টাকা পুরস্কার ও তার পরিবারকে নিরাপত্তা দেওয়া হবে। এ ছাড়াও কোনও ব্যাক্তি জঙ্গিদের ব্যাপারে সুনির্দিষ্ট তথ্য দিলে তাকে পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেওয়ার কথা ঘোষণা করেন র‌্যাব-এর প্রধান বেনজির। বেনজির জানান, শোলাকিয়ায় হামলাকারী শফিউল-সহ একাধিক জঙ্গি জিজ্ঞাসাবাদে জানিয়েছে, বগুড়ার সারিয়াকান্দির টেংরাকুয়ারা জঙ্গি ক্যাম্পে তারা প্রশিক্ষণ নিয়েছে। প্রশিক্ষণ শেষে হামলার জন্য শফিউলকে সারিয়াকান্দির জামথল ঘাট দিয়ে জামালপুর হয়ে শোলাকিয়া পাঠানো হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bangladesh Gulshan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE