প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে ‘পিজিডিএম এবং পিজিডিএম – বিজ়নেস অ্যানালিটিক্স’-এ পাঠরত শিক্ষার্থীদের ইন্ডাকশন প্রোগ্রামের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন (বাম থেকে ডানে): এক্সটার্নাল এইচআর অ্যাডভাইজ়র – সি-সুইট অব টাটা এনওয়াইকে, সিঙ্গাপুর, প্রাক্তন প্রধান – এইচআর ও আইআর, টাটা স্টিল এবং ‘জিবিএস’-এর একাডেমিক কাউন্সিল সদস্য, সুচিত্রা গুহ, গ্লোবসিন গ্রুপের সহ সভাপতি অধ্যাপক, আর. সি. ভট্টাচার্য, ‘এআইসিটিই’-এর প্রাক্তন চেয়ারম্যান, ‘আইআইটি খড়গপুর’-এর প্রাক্তন পরিচালক এবং ‘জিবিএস’-এর গভর্নিং কাউন্সিল সদস্য, অধ্যাপক দামোদর আচার্য, ‘জিবিএস’-এর ডিরেক্টর ও ট্রাস্টি রাহুল দাশগুপ্ত এবং গ্লোবসিন নলেজ ফাউন্ডেশনের ট্রাস্টি রঞ্জনা দাশগুপ্ত।