Advertisement
০১ মে ২০২৪

খনি বরাদ্দের নিয়ম বদলে সমস্যায় ছোট-মাঝারি শিল্প

এক দিকে খনি নিয়ে নীতির বদল। অন্য দিকে পরিবেশ-সহ বিভিন্ন কর্তৃপক্ষের সায় পেতে হয়রানি। এই দুইয়ের জাঁতাকলে পড়ে দেশের পূর্বাঞ্চলের বেশ কিছু ছোট ও মাঝারি শিল্প সংস্থা চূড়ান্ত সমস্যায় পড়েছে বলে অভিযোগ তুলেছে আসানসোল মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৬ ০৩:১৪
Share: Save:

এক দিকে খনি নিয়ে নীতির বদল। অন্য দিকে পরিবেশ-সহ বিভিন্ন কর্তৃপক্ষের সায় পেতে হয়রানি। এই দুইয়ের জাঁতাকলে পড়ে দেশের পূর্বাঞ্চলের বেশ কিছু ছোট ও মাঝারি শিল্প সংস্থা চূড়ান্ত সমস্যায় পড়েছে বলে অভিযোগ তুলেছে আসানসোল মার্চেন্ট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

বণিকসভার সহ-সভাপতি মহাবীর শর্মার অভিযোগ, ‘‘এর জেরে অনেকে কারখানা গড়েও উৎপাদন শুরু করতে পারছে না। যারা উৎপাদন শুরু করেছে, তাদের অনেকে পুরো ক্ষমতা ব্যবহার করতে পারছে না।’’ তাঁর মতে, সিমেন্ট, ইস্পাতের মতো যে সব সংস্থার উৎপাদন খনিজ পদার্থ নির্ভর, আগে রাজ্যের সুপারিশ মতো তাদের জন্য খনি বরাদ্দ করা হত। নতুন নিয়মে নিলাম মারফত তা কিনতে হবে। কিন্তু ওই উদ্যোগপতিদের অনেকেরই সেই ক্ষমতা নেই।

এ দিকে উৎপাদন বিশ বাঁও জলে পড়ায় অনেকেই ব্যাঙ্ক-ঋণ শোধ করতে পারছেন না। আসানসোলের অন্যতম উদ্যোগপতি ও বার্নপুর সিমেন্টের কর্ণধার অশোক গুটগুটিয়া বলেন, ‘‘আমরা চাই ওই সব শিল্পকে সুরক্ষা দিতে কেন্দ্র একটি নীতি আনুক। যেখানে খনির সঙ্গে সংযোগ ও ঋণ শোধের ক্ষেত্রে সুবিধা দেওয়ার ব্যবস্থা থাকবে। ছোট-মাঝারি সংস্থার জন্য কিছু খনিকেও চিহ্নিত করা হোক।’’ তাঁরা ইতিমধ্যেই ওই দাবি কেন্দ্রকে জানিয়েছেন বলে দাবি শর্মার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Small scale industry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE