Advertisement
১৭ মে ২০২৪
ভাইব্র্যান্ট গুজরাত

এপ্রিলে জিএসটি চালু নিয়ে আশাবাদী জেটলি

করদাতাদের উপর নিয়ন্ত্রণ এবং স্থলভূমি লাগোয়া সামুদ্রিক অঞ্চলে লেনদেন হওয়া পণ্যে কর বসানোর অধিকার হাতে রাখা। পণ্য-পরিষেবা করের (জিএসটি) এই দুই জায়গায় ঐকমত্য এখনও অধরা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে।

গাঁধীনগর
সংবাদ সংস্থা  শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০১৭ ০১:৫৭
Share: Save:

করদাতাদের উপর নিয়ন্ত্রণ এবং স্থলভূমি লাগোয়া সামুদ্রিক অঞ্চলে লেনদেন হওয়া পণ্যে কর বসানোর অধিকার হাতে রাখা। পণ্য-পরিষেবা করের (জিএসটি) এই দুই জায়গায় ঐকমত্য এখনও অধরা কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে। তবে ১৬ জানুয়ারির বৈঠকেই এই সমস্যার রফাসূত্র মিলতে পারে বলে আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। সে ক্ষেত্রে ১ এপ্রিল থেকেই জিএসটি চালু করা সম্ভব বলে এখনও আশাবাদী তিনি।

বুধবার ভাইব্র্যান্ট গুজরাতের অনুষ্ঠানে অর্থমন্ত্রী বলেন, জিএসটি-র কিছু বিষয়ে ইতিমধ্যেই ঐকমত্য হয়েছে। তবে কয়েকটি ক্ষেত্রে এখনও সমস্যা রয়েছে। আগামী বৈঠকে সেই বিষয়গুলি নিয়ে আলোচনা করা হবে। সমাধানসূত্র পাওয়া গেলে, সে ক্ষেত্রে ১ এপ্রিল থেকে জিএসটি চালু করাই কেন্দ্রের লক্ষ্য বলে জানান জেটলি। তবে কোনও ভাবে এপ্রিলে সম্ভব না-হলে, ১৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন পরোক্ষ কর ব্যবস্থা যে চালু করতেই হবে, তা ফের স্পষ্ট করেছেন তিনি। কারণ ওই দিনই সংবিধান সংশোধনী বিলের মেয়াদ শেষ হচ্ছে। ফলে তার আগে জিএসটি শুরু করতে বদ্ধপরিকর কেন্দ্র।

এক দিকে নোট বাতিলের হাত ধরে দেশ জুড়ে ডিজিটাল লেনদেন বৃদ্ধি পাওয়া, আর অন্য দিকে জিএসটি-র মতো সরল কর ব্যবস্থা— এই দুই সংস্কারের ফলে ভারতের অর্থনীতির ভিত আরও মজবুত হবে বলেও এ দিন দাবি
করেন অর্থমন্ত্রী।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arun Jaitley GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE