Advertisement
১৭ মে ২০২৪

স্টেট ব্যাঙ্ক চেয়ারপার্সন থাকছেন অরুন্ধতীই

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের কাজের মেয়াদ বাড়ল। সরকারি সূত্রের খবর, আগামী এক বছর তিনি এই পদে বহাল থাকবেন। ৬ অক্টোবর তাঁর তিন বছরের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৬ ০৩:২২
Share: Save:

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার (এসবিআই) চেয়ারপার্সন অরুন্ধতী ভট্টাচার্যের কাজের মেয়াদ বাড়ল। সরকারি সূত্রের খবর, আগামী এক বছর তিনি এই পদে বহাল থাকবেন। ৬ অক্টোবর তাঁর তিন বছরের কাজের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। শনিবার এসবিআই জানিয়েছে, ৭ অক্টোবর থেকে আরও এক বছর দায়িত্বে থাকবেন তিনি।

ব্যাঙ্কের অনুৎপাদক সম্পদে লাগাম টানা এবং এসবিআইয়ের সঙ্গে তার পাঁচটি সহযোগী ব্যাঙ্ক ও মহিলা ব্যাঙ্ককে মেশানোর যে-প্রক্রিয়া অরুন্ধতীদেবীর নেতৃত্বে শুরু হয়েছে, তা যাতে মসৃণ ভাবে সম্পন্ন হয়, সেই লক্ষ্যে এই মেয়াদ বৃদ্ধি। এই সংযুক্তিতে ইতিমধ্যেই সবুজ সঙ্কেত দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। সংযুক্তির পরে স্টেট ব্যাঙ্কের সম্পদ ছোঁবে ৩৭ লক্ষ কোটি টাকা, শাখার সংখ্যা দাঁড়াবে ২২,৫০০টি, এটিএম ৫৮ হাজারটি। কেন্দ্রের দাবি, তখন বিশ্বের তাবড় ব্যাঙ্কের সঙ্গে পাল্লা দিতে পারবে এসবিআই।

৬০ বছর বয়সী অরুন্ধতীদেবী এসবিআইয়ে যোগ দেন ১৯৭৭ সালে। দু’শতাব্দী প্রাচীন এই ব্যাঙ্কের কাঠামোয় বদল আনায় কাজের ধারাবাহিকতা বজায় রাখতে এই মুহূর্তে তাঁর উপরই আস্থা কেন্দ্রের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Arundhati Bhattacharya SBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE