Advertisement
৩০ এপ্রিল ২০২৪

মনসান্টোকে ৪.৪ লক্ষ কোটিতে কিনছে বেয়ার

অবশেষে আমেরিকার বীজ প্রস্তুতকারী সংস্থা মনসান্টোকে কিনতে চলেছে বেয়ার। এ জন্য ৬,৬০০ কোটি ডলার (প্রায় ৪,৪২,২০০ কোটি টাকা) দেবে জার্মান ওষুধ ও কীটনাশক প্রস্তুতকারক সংস্থাটি। বুধবার দুই সংস্থার মধ্যে হওয়া চুক্তি অনুসারে মনসান্টোর শেয়ার পিছু দর ধরা হয়েছে ১২৮ ডলার।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক ও ফ্রাঙ্কফুর্ট শেষ আপডেট: ১৫ সেপ্টেম্বর ২০১৬ ০২:৫০
Share: Save:

অবশেষে আমেরিকার বীজ প্রস্তুতকারী সংস্থা মনসান্টোকে কিনতে চলেছে বেয়ার। এ জন্য ৬,৬০০ কোটি ডলার (প্রায় ৪,৪২,২০০ কোটি টাকা) দেবে জার্মান ওষুধ ও কীটনাশক প্রস্তুতকারক সংস্থাটি। বুধবার দুই সংস্থার মধ্যে হওয়া চুক্তি অনুসারে মনসান্টোর শেয়ার পিছু দর ধরা হয়েছে ১২৮ ডলার। পুরোপুরি নগদে এই অর্থ মেটাবে বেয়ার, যা এখনও পর্যন্ত একটি নজির।

কৃষি ক্ষেত্রের সঙ্গে যুক্ত বিভিন্ন প্রযুক্তি এবং কীটনাশক ব্যবসাকে এক ছাতার তলায় আনতেই এই উদ্যোগ বলে জানিয়েছে বেয়ার। বিভিন্ন নিয়ন্ত্রক ও শেয়ারহোল্ডারদের সায় পাওয়া নিয়ে আশা প্রকাশ করেছে তারা। কোনও কারণে অধিগ্রহণ সম্পূর্ণ না-হলে মনসান্টোকে ২০০ কোটি ডলার (১৩,৪০০ কোটি টাকা) দেওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। উল্লেখ্য, মে মাসে প্রথম বার বেয়ারের কাছ থেকে অধিগ্রহণের প্রস্তাব পায় মনসান্টো।

বিশ্ব জুড়েই কৃষিপণ্যের দর কমায় টান পড়ছে বীজ ও কীটনাশক সংস্থাগুলির মুনাফায়। ফলে গত কয়েক বছর ধরেই সংযুক্তি ও অধিগ্রহণের পথে পা বাড়াচ্ছে তারা। ৪,৩০০ কোটি ডলারে সুইৎজারল্যান্ডের সিনজেন্টাকে কিনেছে কেম-চায়না। ১৩,০০০ কোটি ডলারের সাম্রাজ্য তৈরি করেছে ডাও এবং দু’পঁ। এ বার একই পথে হাঁটল বেয়ার এবং মনসান্টোও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bayer Monsanto
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE