পণ্য-পরিষেবা করের (জিএসটি) আওতায় কত টাকা পর্যন্ত ব্যবসায় কর আদায়ের রাশ কেন্দ্র ও রাজ্যের মধ্যে কার হাতে থাকবে, সে বিষয়ে একমত হলেন না বিভিন্ন রাজ্যের অর্থমন্ত্রীরা। রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি তাঁদের এক ঘরোয়া বৈঠকে ডাকেন। আগামী কালও বৈঠক চলবে।
পশ্চিমবঙ্গ, কেরল, তামিলনাড়ুর মতো বিভিন্ন রাজ্য চায় দেড় কোটি টাকার কম ব্যবসার ক্ষেত্রে শুধু রাজ্যেরই নজরদারি থাকবে। কিন্তু কেন্দ্র তা মানতে নারাজ। এর আগে জিএসটি পরিষদের দু’বারের বৈঠকেও এ নিয়ে কোনও সিদ্ধান্ত হয়নি। এ দিনের বৈঠকের পরেও অচলাবস্থা বহাল থাকার কথা জানিয়েছেন জেটলি। আগামী ২৫ নভেম্বর আনুষ্ঠানিক বৈঠকে বসবে পরিষদ।
দু’পক্ষের কর আদায়ের অধিকার ও করদাতাদের উপর নজরদারির (ডুয়াল কন্ট্রোল) বিষয়টি নিয়ে কেন্দ্র-রাজ্য মতানৈক্য বহু দিনের। এ দিন জেটলি বলেন, ২৫ নভেম্বর ফের এক বার এ নিয়ে কথা বলবেন তাঁরা। সংশ্লিষ্ট মহলের মতে, নজরদারির বিষয়ে সিদ্ধান্ত না-হলে আগামী এপ্রিল থেকে পণ্য-পরিষেবা কর চালু করা মুশকিল। আর অন্য দিকে কেন্দ্র চায় খুব বেশি দেরি হলেও, আগামী ১৬ সেপ্টেম্বরের মধ্যে নতুন কর ব্যবস্থা চালু করতে। কারণ ওই দিনই সংবিধান সংশোধনীর মেয়াদ শেষ হওয়ার কথা।