Advertisement
১৫ মে ২০২৪
BUsiness News

বিজয় মাল্যকে ঘিরে ঘটনার ঘনঘটা, সংক্ষেপে

মঙ্গলবার স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেফতার করে বিজেয় মাল্যকে। কিন্তু গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যেই তাঁর জামিন হয়ে যায়। গত ৮ ফেব্রুয়ারিতে বিজয় মাল্যের প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করেছিল ভারত।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৭ ১৮:২৭
Share: Save:

মঙ্গলবার স্কটল্যান্ড ইয়ার্ড গ্রেফতার করে বিজেয় মাল্যকে। কিন্তু গ্রেফতারির তিন ঘণ্টার মধ্যেই তাঁর জামিন হয়ে যায়। গত ৮ ফেব্রুয়ারিতে বিজয় মাল্যের প্রত্যর্পণের জন্য ব্রিটিশ সরকারের কাছে অনুরোধ করেছিল ভারত। দু’দেশের মধ্যে প্রত্যর্পণ সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তি অনুযায়ী মৌখিক ভাবে সে অনুরোধ করেন কেন্দ্র। ওই চুক্তি অনুসারে ব্রিটিশ হাই কমিশনে মৌখিক ভাবে এক আর্জিতে ভারত জানিয়েছিল, ইউবি গোষ্ঠীর চেয়ারম্যান মাল্যর বিরুদ্ধে ঋণখেলাপি-সহ আর্থিক দুর্নীতির একাধিক মামলা ঝুলছে। গত মাসেই ব্রিটিশ সরকার প্রত্যর্পণের বিষয়টি আদালতের কাছে পাঠিয়ে দেয়।

২০১৬

ফেব্রুয়ারি: ইউনাইটেড স্পিরিটস লিমিটেড-এর বৈঠকে মাল্যকে ইস্তফা দিতে বলে বোর্ড।

মার্চ: মাল্য যাতে দেশ থেকে পালাতে না পারে দেশের কয়েকটি ব্যাঙ্ক সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তার পরেও মাল্য লন্ডন পালায়। তাঁর বিরুদ্ধে চলা মামলায় হাজির না হওয়ায় হায়দরাবাদের বিশেষ ম্যাজিস্ট্রেট আদালত জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে।

এপ্রিল: তছরুপের মামলায় এনফোর্সমেন্ট ডাইরেক্টেট (ইডি) মুম্বইয়ের বিশেষ আদালতের দ্বারস্থ হয়। জামিন-অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়।

২০১৫

নভেম্বর: কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ঘোষণা করেন কিংফিশার এয়ারলাইন্সের দেনা রয়েছে ৯,০৯১.৪০ কোটি টাকা।

এপ্রিল: ২২ লক্ষ টাকায় মাল্যর ব্যক্তিগত বিমান বিক্রি করল মুম্বই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট প্রাইভেট লিমিটেড।

১১৫ কোটি টাকা দেনা শোধ না করার জন্য মাল্যর এয়ারলাইন্সকেই দায়ী করল সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট। মাল্যকে আদালতে হাজির এবং তাঁর পাসপোর্ট আটক করার জন্য বম্বে হাইকোর্টে মামলা করে সার্ভিস ট্যাক্স ডিপার্টমেন্ট।

আরও পড়ুন: লন্ডনে গ্রেফতার বিজয় মাল্য, তিন ঘণ্টার মধ্যেই জামিনে মুক্ত

জামিন পেয়েই দেশীয় মিডিয়াকে ব্যঙ্গের টুইট মাল্যর

২০১৪

মাল্যকে ‘উইলফুল ডিফল্টার’ ঘোষণা করে ইউনাইটেড ব্যাঙ্ক অব ইন্ডিয়া।

২০১৩

মার্চ: কিংফিশার এয়ারলাইন্সের ক্ষতি হয় ১২, ৯১৯ কোটি টাকা। ব্যবসাকে টিকিয়ে রাখতে ৬,৪৯৩ কোটি টাকা ঋণের জন্য ব্যাঙ্কের দ্বারস্থ হয় ইউনাইটে় বেভারেজ।

২০১১-১২

প্রতি বছর কিংফিশার এয়ারলাইন্স থেকে ৩৩.৪৬ কোটি টাকা বেতন তোলেন মাল্য। কিংফিশার এয়ারলাইন্সের লাইসেন্স বাজেয়াপ্ত করা হয়।

২০১০

নভেম্বর: ঋণ শোধ করার জন্য কিংফিশার এয়ারলাইন্সকে ৯ মাসের সময় দেওয়া হয়।

২০০৭

কিংফিশার এয়ারলাইন্স বেশ ভালই চলছিল। মাল্য দেউলিয়া হয়ে যাওয়া এয়ার ডেকানকে তেনার সিদ্ধান্ত নেন।

২০০৫

কিংফিশার এয়ারলাইন্সের ব্যবসা শুরু করেন মাল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Vijay Mallya Chronology of cases
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE