যে সব যন্ত্রাংশ আমদানি করে দেশে স্মার্টফোন তৈরি করা হয়, সেগুলির শুল্ক হ্রাসের দাবি তুলেছে সংশ্লিষ্ট সংস্থাগুলি। তবে বাণিজ্য সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা জিটিআরআইয়ের মত ঠিক বিপরীত। তাদের বক্তব্য, শুল্কের হার অপরিবর্তিত রাখলে দেশেই যন্ত্রাংশ উৎপাদনের সুযোগ বাড়বে। এখন স্মার্টফোনের যন্ত্রাংশ আমদানিতে শুল্কের হার ৭.৫%-১০%।
সম্প্রতি অন্তর্বর্তী বাজেটে স্মার্টফোনের যন্ত্রাংশের আমদানি শুল্ক কমানোর পক্ষে সওয়াল করেছে স্মার্টফোন শিল্পের সংগঠন ইন্ডিয়ান সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ)। তাদের বক্তব্য, শুল্ক কমানো হলে কম খরচে তা আমদানি করতে পারবে দেশীয় স্মার্টফোন সংস্থাগুলি। তাতে দেশের বাজারে পণ্যটির বার্ষিক উৎপাদন প্রায় ২৮% বেড়ে ৮২০০ কোটি ডলারে পৌঁছতে পারে। বাড়বে তার রফতানিও। তবে জিটিআরআইয়ের আশঙ্কা, যন্ত্রাংশ আমদানির খরচ কমলে তার সুবিধা নিয়ে দেশে যত্রতত্র ব্যাঙের ছাতার মতো স্মার্টফোন কারখানা গজিয়ে উঠতে পারে। তাতে যন্ত্রাংশ শিল্পের প্রসার ধাক্কা খাবে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)