গত পাঁচ-ছ’দিনে সামান্য কমলেও, পেট্রল-ডিজেলের চড়া দর নিয়ে আমজনতার ক্ষোভ এখনও তুঙ্গে। একে দাম আকাশছোঁয়া (পেট্রল ও ডিজেল যথাক্রমে ৮০ ও ৭০ টাকার উপরে), তার উপরে যে ভাবে রোজ কয়েক পয়সা করে বেড়ে তা প্রায় সকলের অলক্ষ্যে রেকর্ড ছুঁয়ে ফেলেছে, তা-ও ক্ষুব্ধ করেছে সাধারণ মানুষকে। কিন্তু সেই চাপের মুখেও তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান সোমবার জানালেন, রোজ পেট্রল, ডিজেলের দাম বদলের নিয়ম পাল্টানোর কথা মোটেও ভাবছেন না তাঁরা।
তেলের দর নিয়ে চিন্তার কথা মানলেও এ দিন ফের তাতে রাশ টানতে ফের সেই দীর্ঘ মেয়াদি সমাধান খোঁজার আশ্বাসই দিয়েছেন প্রধান। যা শুনে অনেকে বলছেন, আসলে তেল উৎপাদনকারী দেশগুলির সংগঠন ওপেক (বিশেষত সৌদি আরব), রাশিয়ার ভরসাতেই থাকতে হচ্ছে কেন্দ্রকে। কারণ তাদের উপরই নির্ভর করছে আগামী দিনে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম।
এখন দেশে তেলের দাম রোজ কমছে কয়েক পয়সা করে। মন্ত্রক সূত্রের যুক্তি, এর থেকে বেশি তা কমানো সম্ভব নয়। কারণ কর্নাটক ভোটের জন্য টানা ১৯ দিন তেলের দাম বাড়েনি। অথচ তখন অশোধিত তেল ব্যারেলে ৮০ ডলারে পৌঁছেছিল। কেন্দ্র যদিও বলেছিল তার সঙ্গে ভোটের কোনও সম্পর্ক নেই।