Advertisement
২৬ এপ্রিল ২০২৪

তেলকেও জিএসটির আওতায় আনার দাবি

তাঁদের যুক্তি, কয়লা জিএসটি-র আওতায় বলে করের বোঝা কম। আবার গ্যাস বাইরে বলে বোঝা বেশি। ফলে বিদ্যুৎ উৎপাদনের মতো ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দ্রুত এগুলি জিএসটিতে আনার দাবি করেন তাঁরা। এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রীও।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ১০ অক্টোবর ২০১৭ ০৬:৫০
Share: Save:

করের বোঝা কমিয়ে পেট্রোল-ডিজেল-প্রাকৃতিক গ্যাসকে জিএসটি-র আওতায় আনার দাবি এ বার জানাল দেশি-বিদেশি তেল সংস্থাগুলিও। সোমবার নরেন্দ্র মোদীর কাছে এই দাবি তুললেন রিলায়্যান্সের মুকেশ অম্বানী, বেদান্তের অনিল অগ্রবাল থেকে শুরু করে বিভিন্ন তেল বহুজাতিকের কর্ণধার।

তাঁদের যুক্তি, কয়লা জিএসটি-র আওতায় বলে করের বোঝা কম। আবার গ্যাস বাইরে বলে বোঝা বেশি। ফলে বিদ্যুৎ উৎপাদনের মতো ক্ষেত্রে সমস্যা হচ্ছে। দ্রুত এগুলি জিএসটিতে আনার দাবি করেন তাঁরা। এ বিষয়ে রাজ্যগুলির সঙ্গে আলোচনার আশ্বাস দেন প্রধানমন্ত্রীও।

মোদী বলেন, ২০২২-এর মধ্যে পেট্রোল-ডিজেল উৎপাদন বাড়িয়ে আমদানি ১০% ছাঁটতে চান তিনি। কেন্দ্র ৪টি ক্ষেত্রে নজর দিচ্ছে:
(১) দেশে উৎপাদন বৃদ্ধিতে জোর। (২) শোধনাগার, গ্যাস পাইপলাইন, পেট্রোরসায়ন কারখানা, এলএনজি টার্মিনালে লগ্নি (৩) বিদেশি সরবরাহ সংস্থার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি (৪) বিদেশি লগ্নি, প্রযুক্তি।

এ দিকে, সংবাদ সংস্থা রয়টার্সের খবর, বেদান্ত গোষ্ঠীর সংস্থা কেয়ার্ন জানিয়েছে, রাজস্থানের বারমের ও পূর্ব উপকূলে তেল উত্তোলনে ৩০ হাজার কোটি টাকা ঢালবে তারা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE