Advertisement
২৬ এপ্রিল ২০২৪

আর-কম, সিস্টেমা সংযুক্তিতে সায় ডটের

আইনি জটিলতা-সহ নানা কারণে সংযুক্তিতে সায় পেতে দেরি হওয়ায় মাসের গোড়ায় এয়ারসেলের সঙ্গে প্রস্তাবিত গাঁটছড়া চুক্তি বাতিল করে আর-কম।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৭ ০২:২৪
Share: Save:

রিলায়্যান্স-কমিউনিকেশন (আর-কম) ও রাশিয়ার সিস্টেমা শ্যাম টেলিসার্ভিসেসের (এসএসটিএল) মোবাইল পরিষেবা ব্যবসা সংযুক্তিতে সায় দিল টেলিকম দফতর (ডট)।

আইনি জটিলতা-সহ নানা কারণে সংযুক্তিতে সায় পেতে দেরি হওয়ায় মাসের গোড়ায় এয়ারসেলের সঙ্গে প্রস্তাবিত গাঁটছড়া চুক্তি বাতিল করে আর-কম। সপ্তাহ তিনেকের মধ্যে অন্য গাঁটছড়ায় ডটের ছাড়পত্র পেল তারা। সংস্থার আশা, নভেম্বরের শুরুতে সিস্টেমার সংযুক্তি সম্পূর্ণ হবে।

গত বছর প্রথমে এসএসটিএল (যাদের ব্র্যান্ড এমটিএস) ও পরে এয়ারসেলের সঙ্গে গাঁটছড়া বাঁধার কথা জানায় অনিল অম্বানীর সংস্থাটি। এসএসটিএলের সঙ্গে সংযুক্তির পরে তাদের প্রায় ২০ লক্ষ গ্রাহক আসবেন আর-কমের আওতায়। বাড়তি আয় হবে বছরে ৭০০ কোটি টাকা। তবে এমটিএস ব্র্যান্ডটিও চালু থাকবে।
অন্য দিকে, আর-কমে ১০% শেয়ার পাবে সিস্টেমা। স্পেকট্রাম খরচ বাবদ তাদের কাছে ডটের প্রাপ্যের দায় নেবে আর-কম। বছরে ৩৯০ কোটি টাকা করে ৮ বছর ধরে ডট-কে দেবে তারা।

সিস্টেমার থেকে দামি ও উন্নত মানের ৮০০ ও ৮৫০ মেগাহার্ৎজ ব্যান্ডের ৩০ মেগাহার্ৎজ স্পেকট্রামও পাবে আর-কম। যার দাম প্রায় ৭,৪০০ কোটি টাকা। ওই স্পেকট্রাম দিয়েই সবচেয়ে ভাল ফোরজি পরিষেবা দেওয়া যায়। পাশাপাশি, কলকাতা ও পশ্চিমবঙ্গ সহ দেশের আটটি সার্কেলে এসএসটিএলের হাত থেকে ওই স্পেকট্রাম পাওয়ায়, সেখানে আর-কম-এর স্পেকট্রামের মেয়াদও ১২ বছর বাড়ছে, ২০২১ থেকে ২০৩৩ পর্যন্ত।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

RCOM SSTL Department of Telecommunications
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE