বর্ধমানের পানাগড় শিল্প তালুকে প্রায় ৪০ একর জমিতে পলিয়েস্টার কারখানা গড়েছে ধানসেরি গোষ্ঠীর ধানসেরি পলি ফিল্মস। দিন কয়েক আগে সেখানে পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে। অক্টোবরের মাঝামাঝি পুরোমাত্রায় শুরু হতে পারে বাণিজ্যিক উৎপাদন।
সিঙ্গুরের জমি আন্দোলনের পরে পানাগড়ে প্রায় ১৫০০ একর জমি অধিগ্রহণ করে শিল্প তালুকটি তৈরি হয়। যার অন্যতম লগ্নিকারী ম্যাটিক্স ফার্টিলাইজ়ার অ্যান্ড কেমিক্যালস। তাদের হাতে ৫০০ একর জমি রয়েছে। সেখানেই খাবারের মোড়ক তৈরির পলিয়েস্টার ফিল্ম উৎপাদনের জন্য জায়গা নেয় ধানসেরি গোষ্ঠী। ধানসেরি পলি ফিল্মের ১০০% অংশীদারি রয়েছে ওই গোষ্ঠীর ধানসেরি ভেঞ্চার্সের হাতে। কারখানাটি জন্য প্রায় ৫৫০ কোটি টাকা ঢেলেছে তারা।
সোমবার ওই গোষ্ঠীর এগ্জ়িকিউটিভ চেয়ারম্যান সি কে ধানুকা পরীক্ষামূলক উৎপাদন শুরুর কথা জানিয়ে বলেন, ‘‘আশা করছি অক্টোবরের মাঝামাঝি বাণিজ্যিক উৎপাদন শুরু হবে। পুজোর পরে আনুষ্ঠানিক ভাবে কারখানা উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সময় চেয়েছি। পূর্বাঞ্চলে এই ধরনের কারখানা এই প্রথম।’’ তাঁর আরও দাবি, কারখানাটির বার্ষিক উৎপাদন ক্ষমতা ৫০ হাজার টন। সেখানে প্রত্যক্ষ ভাবে ২০০ জনের কাজের সুযোগ তৈরি হবে। পরোক্ষ কর্মসংস্থান হতে পারে আরও ২০০-৩০০ জনের।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)