Advertisement
২৭ এপ্রিল ২০২৪
Gold

নোট বাতিলের রাতে মাত্র সাত ঘণ্টায় কত সোনা বিক্রি হয়েছে, জানেন?

২০১৬ সালের সবচেয়ে উল্লেখযোগ্য দিন ৮ নভেম্বর। বছরের শেষ প্রান্তে এসে দেশের অর্থনীতির মোড় ঘুরে গেল এই দিন থেকেই। ইন্ডিয়ান বুলেটিন এ্যান্ড জুয়েলারস অ্যাসোসিয়েশন (আইবিজেএ)-এর একটি রিপোর্ট বলছে, সেই রাতে মাত্র ৭ ঘণ্টায় ১৫ হাজার কেজি সোনা বিক্রি হয়েছে! এটি নজিরবিহীন বলে জানাচ্ছে খোদ আইবিজিএ।

ছবি- ফাইল চিত্র

ছবি- ফাইল চিত্র

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০১৬ ১৮:০৫
Share: Save:

২০১৬ সালের সবচেয়ে উল্লেখযোগ্য দিন ৮ নভেম্বর। বছরের শেষ প্রান্তে এসে দেশের অর্থনীতির মোড় ঘুরে গেল এই দিন থেকেই। ইন্ডিয়ান বুলেটিন এ্যান্ড জুয়েলারস অ্যাসোসিয়েশন (আইবিজেএ)-এর একটি রিপোর্ট বলছে, সেই রাতে মাত্র ৭ ঘণ্টায় ১৫ হাজার কেজি সোনা বিক্রি হয়েছে! এটি নজিরবিহীন বলে জানাচ্ছে খোদ আইবিজিএ।

৮ নভেম্বর। রাত আটটা। ৫০০, ১০০০ টাকার নোট বাতিল ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশজুড়ে হৈচৈ পড়ে যায়। শুরু হয় বেনামে পুরনো নোট দিয়ে সোনা কেনা।

হিসাব বলছে, ৮ নভেম্বর রাত ৮টা থেকে পরের দিন অর্থাত্ ৯ নভেম্বর রাত ৩টে পর্যন্ত রেকর্ড ১৫ টন সোনা বিক্রি হয়েছে বলে জানিয়েছে আইবিজেএ। যার বাজার মূল্য প্রায় ৫ হাজার কোটি টাকা। মোট সোনার অর্ধেক বিক্রি হয়েছে দিল্লি, উত্তরপ্রদেশ এবং পঞ্জাব থেকে। তাদের আরও দাবি, দেশজুড়ে ৬ লক্ষের মধ্যে মাত্র এক হাজার ব্যবসায়ী সোনা বিনিময় করতে ৫০০ এবং ১০০০ টাকার নোট নিয়েছিলেন সেই রাতে। যে ব্যবসায়ীরা বেনামে বা হিসাব বহির্ভূত সোনা কেনাবেচা করেছিলেন, তাদের বিরুদ্ধে কড়া পদেক্ষেপ নেওয়ার প্রস্তাব দিয়েছে আইবিজিএ। এই মুহূর্তে সারা দেশে ২,৫০০ সোনা ব্যবসায়ী অন্তর্ভূক্ত রয়েছেন আইবিজিএ-র সঙ্গে।

দেশে প্রতি বছর ৮০০ টনের মতো সোনা কেনাবেচা হয়। সেই হিসাবে মাসে সোনা কেনাবাচা হয় মোটামুটি ৭৫ টনের মতো। আর শুধুমাত্র সেই রাতেই মাত্র ৭ ঘণ্টায় ১৫ টন সোনা লেনদেন হয়েছে। তবে নোট বাতিলের জেরে মোট সোনা লেনদেন এই বছরে কমে ৫০০ টনের মতো দাঁড়াবে বলে মনে করছে আইবিজেএ।

আরও পড়ুন- মিস্ত্রিকে সরানোর ব্যাখ্যা দিয়ে শেয়ারহোল্ডারদের পাল্টা চিঠি রতন টাটার

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Demonetisation Gold Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE