Advertisement
২৬ এপ্রিল ২০২৪

৩৬ সংস্থা তুলতে চায় ৩৫ হাজার কোটি টাকা

৩৬টি সংস্থা প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার ইস্যুর পরিকল্পনা ছকেছে। এর মধ্যে ছ’টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বাকিগুলি বেসরকারি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৮ মে ২০১৮ ০৩:১৪
Share: Save:

আগামী কয়েক মাসে দেশের বাজারে প্রথম বার শেয়ার ছেড়ে তহবিল তোলার রাস্তায় জমতে চলেছে বিপুল ভিড়। ইতিমধ্যেই এই প্রস্তাবে সেবির সায় পেয়েছে ১২টি সংস্থা। আবেদন জানিয়েছে আরও ২৪টি। সব মিলিয়ে ৩৬টি সংস্থা প্রায় ৩৫ হাজার কোটি টাকা মূল্যের শেয়ার ইস্যুর পরিকল্পনা ছকেছে। এর মধ্যে ছ’টি রাষ্ট্রায়ত্ত সংস্থা। বাকিগুলি বেসরকারি।

সংশ্লিষ্ট সূত্রের খবর, সেবির কাছে দাখিল খসড়া প্রস্তাব অনুযায়ী, এই তিন ডজন সংস্থার মধ্যে বেশির ভাগই বাজারে প্রথম শেয়ার ছেড়ে টাকা তুলতে চায় ব্যবসা বাড়ানোর পুঁজি জোগাড়ের জন্য। অনেকের লক্ষ্য, দৈনন্দিন খরচ চালাতে মূলধন জমা করা। একাংশের নিশানা নথিবদ্ধ হয়ে ব্র্যান্ড-নামের কদর বাড়ানো।

রাষ্ট্রায়ত্ত যারা

• ইন্ডিয়ান রিনিউয়েব্‌ল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি

• রেল বিকাশ নিগম

• ইরকন ইন্টারন্যাশনাল

• আরআইটিইএস লিমিটেড

• গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স

• মাজ়াগন ডক

বিশেষজ্ঞদের মতে, বিভিন্ন শিল্পে হালে কর্মকাণ্ড বাড়ছে। দেখা যাচ্ছে সংস্থাগুলির ক্ষমতার পুরোটা ব্যবহার করার তাগিদও। অথচ অনুৎপাদক সম্পদের চাপে জর্জিরত ব্যাঙ্কগুলি থেকে ঋণ পাওয়া কঠিন হয়েছে। এই অবস্থায় শেয়ার ইস্যুই হয়ে দাঁড়িয়েছে তহবিল জোগাড়ের অন্যতম উপায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE