Advertisement
০৪ মে ২০২৪

শামুক গতির বৃদ্ধিতে তথৈবচ কর্মসংস্থানও

গত ২০০৩ থেকে ২০১১ সালে বৃদ্ধি ছিল ৮ থেকে ৯ শতাংশ। তা কমে এখন ৭ শতাংশের উপরে। কিন্তু তাতেও যেটুকু কর্মসংস্থান হওয়ার কথা, তার ধারেকাছেও নেই সেই সুযোগ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০১৯ ০১:৪৭
Share: Save:

গত ২০০৩ থেকে ২০১১ সালে বৃদ্ধি ছিল ৮ থেকে ৯ শতাংশ। তা কমে এখন ৭ শতাংশের উপরে। কিন্তু তাতেও যেটুকু কর্মসংস্থান হওয়ার কথা, তার ধারেকাছেও নেই সেই সুযোগ। সোমবার কলকাতায় এই অভিযোগ প্রাক্তন কেন্দ্রীয় আর্থিক উপদেষ্টা কৌশিক বসুর। এ সবের জন্য তিনি ফের আঙুল তুলেছেন নোট বাতিল ও জিএসটির দিকে। উদ্বেগ প্রকাশ করে বলেছেন, এখনও জোড়া ধাক্কার জের সইতে হচ্ছে কৃষি ও ছোট ব্যবসাকে।

এ দিন ইন্ডিয়ান চেম্বার আয়োজিত এক সভায় কৌশিকবাবুর নতুন বই ‘দ্য রিপাবলিক অব বিলিফস: এ নিউ অ্যাপ্রোচ টু ল অ্যান্ড ইকনমিক্স’’ প্রকাশিত হয়। প্রশ্নোত্তর পর্বে সাম্প্রতিক কালে দেশের বিভিন্ন আইনের প্রসঙ্গ তুলে আলোচনার মূল সূর বেঁধে দেন বণিকসভার প্রেসিডেন্ট রুদ্র চট্টোপাধ্যায়। পরে কৌশিকবাবু দেউলিয়া আইনের প্রশংসা করলেও মনে করান বৃদ্ধি কমে যাওয়ার কথা। সেই বৃদ্ধির অনুপাতে কর্মসংস্থান না হওয়ার কথাও। তাঁর দাবি, ‘‘কিছু কাজে যন্ত্রের ব্যবহার বেড়েছে। কিন্তু বেশ কিছু নীতির জন্যও বৃদ্ধি ধারেকাছে নেই কাজের সুযোগ।’’ এ জন্য সরাসরি নোট বাতিল ও জিএসটি কার্যকরের ত্রুটিকেই দোষেন তিনি। তাঁর দাবি, যুক্তি দেওয়া হয়েছিল জাল টাকা রুখতেই নোটবন্দি। কালো টাকা নয়। তাঁর কথায়, ‘‘আইন ভাল হলে মানুষ তার সঙ্গে মানিয়ে নেয়। কিন্তু কালো টাকা রুখতে নোট বাতিলের কথা কেউ বিশ্বাস করেননি। অথচ তার ধাক্কা লাগল কৃষিতে। চাষিরা আরও ঋণে জড়ালেন। এখনও সমস্যা মেটেনি।’’

এমনিতে কৃষি ঋণ মকুবের বিরোধী কৌশিকবাবু। কিন্তু ধাক্কা খাওয়া কৃষিকে চাঙ্গার প্রয়োজনীয়তাও উড়িয়ে দিচ্ছেন না আপাতত। তাঁর সতর্ক বার্তা, আগে জি়ডিপির ৩৮% লগ্নি হলেও এখন তা নেমেছে ৩০ শতাংশের নীচে। তাই লগ্নি বাড়াতে প্রয়োজনে সুদ বৃদ্ধির পরামর্শ দিচ্ছেন তিনি। কিন্তু ওই টুকুই। রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তে হস্তক্ষেপে নারাজ তিনি। তাঁর কথায়, ‘‘ওঁদের হাতে তথ্য বেশি। ওঁরাই ঠিক করবেন কী করা উচিত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Industrial Growth Employment
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE