Advertisement
০৫ মে ২০২৪

নোট বাতিল নিয়ে সরব সুব্বারাও

কেন্দ্র নোট নাকচ নিয়ে বরাবর দাবি করেছে যে, এর ফলে দীর্ঘ মেয়াদে লাভবান হবে অর্থনীতি। জাল নোট ও কালো টাকা নিকেশ করা যাবে। নগদের প্রতি ঝোঁক কমে বাড়বে ডিজিটাল লেনদেন।

অভ্যর্থনা: দু’বছর পূর্ণ হল বন্ধন ব্যাঙ্কের। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে (ডান দিকে) রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও এবং বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ। বুধবার কলকাতায়। নিজস্ব চিত্র

অভ্যর্থনা: দু’বছর পূর্ণ হল বন্ধন ব্যাঙ্কের। সেই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে (ডান দিকে) রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও এবং বন্ধন ব্যাঙ্কের কর্ণধার চন্দ্রশেখর ঘোষ। বুধবার কলকাতায়। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ০৩:২২
Share: Save:

নোট বাতিলের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে দুর্ভোগ পোহাতে হয়েছে সাধারণ মানুষকে। কিন্তু তার জন্য দীর্ঘ মেয়াদে দেশের অর্থনীতির ভাল আদৌ হবে কি না, তা কিছুটা বোঝা যাবে জিডিপি-র সাপেক্ষে আয়কর আদায়ের অনুপাত বৃদ্ধির হিসেব দেখে। বুধবার কলকাতায় বন্ধন ব্যাঙ্কের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে এই কথাই জানিয়ে গেলেন রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন গভর্নর ডি সুব্বারাও।

তাঁর মতে, এখন আগের থেকে আয়কর আদায় কিছুটা বেড়েছে। কিন্তু তা অন্তত ৭ শতাংশে না-পৌঁছলে, নোট বাতিলের জেরে যে-আর্থিক ক্ষতি হয়েছে, তা পূরণ করা যাবে না। অর্থাৎ নোট বাতিলের অসুবিধার তুলনায় সুবিধার দিকে দাঁড়িপাল্লা ঝুঁকবে কর আদায় ওই উচ্চতা ছুঁলে।

কেন্দ্র নোট নাকচ নিয়ে বরাবর দাবি করেছে যে, এর ফলে দীর্ঘ মেয়াদে লাভবান হবে অর্থনীতি। জাল নোট ও কালো টাকা নিকেশ করা যাবে। নগদের প্রতি ঝোঁক কমে বাড়বে ডিজিটাল লেনদেন। আর বহু নতুন মানুষ আয়করের জালে আসায় বাড়বে তা আদায়ের অঙ্ক। এ দিন কলকাতায় অনুষ্ঠান শেষে নোট বাতিল নিয়ে সুব্বারাওয়ের মতামত জানতে চাইলে, তিনি বলেন, এই সমস্ত যুক্তি তিনি মানেন না।

সুব্বারাও বলেন, ‘‘নোট বাতিলের দৌলতে কালো টাকা কতটা উদ্ধার করা গিয়েছে, তা পরিষ্কার নয় এখনও। আর ব্যাঙ্ক-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে আর্থিক লেনদেনের ক্ষেত্রে ডিজিটাল ব্যবস্থা কায়েম করার জন্য নোট বাতিলের কোনও প্রয়োজন ছিল বলেও আমার মনে হয় না।’’ অর্থাৎ কালো টাকা রোখা ও ডিজিটাল লেনদেন বৃদ্ধির দাবি আদৌ কতটা সত্যি হবে, তা নিয়ে তিনি সংশয়ী।

রিজার্ভ ব্যাঙ্কের প্রাক্তন ওই গভর্নর নোট বাতিলের একটি যুক্তির সঙ্গেই কিছুটা একমত হতে রাজি। তা হল, এর জন্য আয়কর আদায়ের পরিমাণ বাড়তে পারে। কারণ, কেন্দ্রের আশা অনেক বেশি মানুষ করের জালে ঢুকতে বাধ্য হবেন। তাই ক্ষতি যা হয়েছে, কর আদায় বৃদ্ধির সুবিধা যদি তাকে ছাপিয়ে যেতে পারে, একমাত্র তবেই দীর্ঘ মেয়াদে নোট বাতিলকে কিছুটা নম্বর দিতে রাজি তিনি। নইলে বাকি সুবিধা অর্থনীতি কতটা পাবে, সে বিষয়ে তিনি সন্দিহান।

সুব্বারাওয়ের কথায়, ‘‘নোট বাতিলের প্রক্রিয়া সম্পূর্ণ করতে দেশের আর্থিক ব্যবস্থার অনেকটাই ক্ষতি হয়েছে। এই ক্ষতি একমাত্র পূরণ হতে পারে আয়কর আদায়ের পরিমাণ বাড়িয়ে। বর্তমানে দেশের আর্থিক বৃদ্ধির ৫.৬% আসে ব্যক্তিগত আয়কর থেকে। সেটা কম করে ৭ শতাংশে না-উঠলে, নোট বাতিলের জেরে হওয়া ক্ষতি সহজে পূরণ হওয়া শক্ত।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE