রাজ্যে আগের মতোই কমপক্ষে ১ লক্ষ টাকার বেশি মূল্যের পণ্য পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল লাগবে। সারা দেশে চালু থাকা নিয়মের সঙ্গে সামঞ্জস্য রাখতে সম্প্রতি ওই অঙ্ক ৫০,০০০ টাকায় নামানোর সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য সরকার। ব্যবসায়ীদের আর্জি মেনে তা স্থগিত রাখল তারা।
পণ্য পরিবহণের সময়ে ই-ওয়ে বিল থাকা বাধ্যতামূলক। কী পণ্য, দাম কত, গন্তব্য, পরিবহণের সময়ের মতো তথ্য থাকে ওই নথিতে। সারা দেশে ৫০,০০০ টাকার বেশি পণ্য পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল চালু আছে। কিন্তু পশ্চিমবঙ্গে প্রথম থেকেই তা ১ লক্ষ টাকা ছিল। কিন্তু দেশের বাকি রাজ্যগুলির মতো পশ্চিমবঙ্গেও ডিসেম্বর থেকে ৫০,০০০ টাকার বেশি মূল্যের পণ্য পরিবহণের ক্ষেত্রে ই-ওয়ে বিল চালুর নির্দেশ জারি করেছিল সরকার। যুক্তি, পণ্যের গাড়ি অন্য রাজ্যে গেলে অনেক ক্ষেত্রে নিয়মের হেরফেরে সমস্যা হচ্ছিল।
রাজ্য জিএসটি কমিশনার খালেদ আনোয়ার বলেন, ‘‘ব্যবসায়ীরা সমস্যার কথা জানিয়েছিলেন। বেশ কিছু পণ্য তৈরির প্রক্রিয়া সম্পন্ন করার ক্ষেত্রেই জব ওয়ার্কারদের ভূমিকা থাকে। তাঁদের ক্ষেত্রে ই-ওয়ে বিলের ন্যূনতম অঙ্ক এখনও নির্ধারণ করা হয়নি। সেই সব সমস্যার কথা বিবেচনা করে পরবর্তী বিজ্ঞপ্তি জারি না হওয়া পর্যন্ত পুরনো নিয়ম চালু রাখার সিদ্ধান্ত হয়েছে।’’ কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যাসোসিয়েশনসের সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘রাজ্যকে অসুবিধার কথা বলেছিলাম। সরকার সেই আর্জি মানায় খুশি।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)