কর্মী প্রভিডেন্ট ফান্ডে নতুন জমার ১৫% শেয়ার বাজারে লগ্নিতে ইতিমধ্যেই সায় মিলেছে। রবিবার বিষয়টি আরও স্পষ্ট করে কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় দাবি করেন, চলতি ২০১৭-’১৮ অর্থবর্ষে ওই খাতে লগ্নির পরিমাণ দাঁড়াবে ২০ হাজার কোটি টাকা।
আজ এখানে শ্রমমন্ত্রী বলেন, ‘‘শনিবারই এই তহবিলে বাড়তি জমার ১৫% ইকুইটিতে লগ্নির সিদ্ধান্তে সায় দিয়েছে প্রভিডেন্ট ফান্ডের অছি পরিষদ। আগে তা ছিল ১০%। এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে (ইটিএফ) তা খাটানো হবে, যার অঙ্ক এ বছরে দাঁড়াবে ২০ হাজার কোটি টাকা।’’ উল্লেখ্য, ২০১৬-’১৭ সালে ওই লগ্নির অঙ্ক ছিল ১৪,৯৮২ কোটি।
ইটিএফে লগ্নি বাবদ আয় ১৩.৭২% ছুঁয়েছে বলে দাবি করেন দত্তাত্রেয়। ডিভিডেন্ড হিসেবেই তহবিলে এসেছে ২৩৪.৮৬ কোটি। তাঁর কথায়, ‘‘এটা খুবই উৎসাহজনক যে, অছি পরিষদ ইকুইটিতে ১৫% লগ্নিতে সায় দিয়েছে। আমরা পিএফ তহবিলের সুরক্ষার কথা মাথায় রেখেই বাড়তি আয়ের ব্যবস্থা করতে বদ্ধপরিকর।’’ উল্লেখ্য, অর্থমন্ত্রী অরুণ জেটলি শেয়ার বাজারে ১৫% লগ্নির প্রস্তাব আগেই দিয়েছিলেন।