Advertisement
৩০ এপ্রিল ২০২৪

তথ্যের কেন্দ্র, জমির আর্জি রাজ্যের কাছে

ব্যবসায়ী সংগঠনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘কেন্দ্রটির নাম হবে ভারতীয় শোকেস। পণ্যের প্রদর্শনী ও বিপণন, দুই কাজেই লাগবে সেটি।’’

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৮ অগস্ট ২০১৮ ০৪:৩৩
Share: Save:

ভারত, বিশেষত পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি হওয়া পণ্যগুলির তথ্য ব্যবসায়ীদের কাছে সহজে পৌঁছতে কলকাতায় কেন্দ্র গড়তে চায় রাজ্যে ব্যবসায়ীদের সংগঠন সিডব্লিউবিটিএ। এ জন্য রাজ্যের কাছে জমিও চেয়েছে তারা।

সম্প্রতি দু’দেশের বাণিজ্য নিয়ে ইন্ডিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সঙ্গে সভার আয়োজন করেছিল সংগঠনটি। পরে তার সভাপতি সুশীল পোদ্দার বলেন, ‘‘কেন্দ্রটির নাম হবে ভারতীয় শোকেস। পণ্যের প্রদর্শনী ও বিপণন, দুই কাজেই লাগবে সেটি।’’ এটি গড়তে দরকার ১০ বিঘা জমি। পরিকাঠামো তৈরিতে খরচ প্রায় ১০ কোটি টাকা। লক্ষ্য, এক বছরের মধ্যে সেটি চালু করা। সুশীলবাবুর দাবি, ‘‘জমির ব্যাপারে আশ্বাস দিয়েছেন নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। জমা দিতে বলেছেন বিশদ রিপোর্ট।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Land Exporter Importer
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE