Advertisement
E-Paper

অণ্ডাল থেকে বিমানে জুড়বে চেন্নাই, মুম্বই

ওই বিমান পরিবহণ সংস্থার আধিকারিক দেবাশিস সাহা এ দিন জানান, দুর্গাপুর থেকে চেন্নাই ও মুম্বই রুটে বোয়িং ৭৩৭ বিমান চালানো হবে। টিকিটের দাম সাধারণ যাত্রীদের সাধ্যের মধে রাখা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘‘বিমান চালানোর জন্য সরকারের সঙ্গে আমাদের চুক্তি পাকা হয়ে গিয়েছে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মার্চ ২০১৯ ০১:১৮
পরিষেবার ঘোষণায় বিমান সংস্থার কর্তার সঙ্গে বাবুল সুপ্রিয়। নিজস্ব চিত্র

পরিষেবার ঘোষণায় বিমান সংস্থার কর্তার সঙ্গে বাবুল সুপ্রিয়। নিজস্ব চিত্র

দিল্লি, হায়দরাবাদের পরে এ বার দুর্গাপুর থেকে চেন্নাই ও মু্ম্বইয়েও উড়ান পরিষেবা শুরু হতে চলেছে। কেন্দ্রীয় সরকারের উড়ান প্রকল্পে সপ্তাহে সাত দিন দুর্গাপুর-চেন্নাই-দুর্গাপুর এবং দুর্গাপুর-মু্ম্বই-দুর্গাপুর রুটে এক বেসরকারি সংস্থার বিমান চালু হবে, সোমবার আসানসোলে ঘোষণা করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয়। ছিলেন ওই সংস্থার আধিকারিকও। তিনি জানান, সব ঠিক থাকলে জুন মাস থেকে এই পরিষেবা শুরু হয়ে যাবে। শিল্পাঞ্চলের নানা বণিক সংগঠনের কর্তারা জানান, দীর্ঘদিন ধরেই তাঁরা দক্ষিণ ভারতের সঙ্গে বিমান-যোগাযোগের দাবি জানিয়ে আসছিলেন। এই পদক্ষেপে তাঁরা খুশি।

ওই বিমান পরিবহণ সংস্থার আধিকারিক দেবাশিস সাহা এ দিন জানান, দুর্গাপুর থেকে চেন্নাই ও মুম্বই রুটে বোয়িং ৭৩৭ বিমান চালানো হবে। টিকিটের দাম সাধারণ যাত্রীদের সাধ্যের মধে রাখা হচ্ছে দাবি করে তিনি বলেন, ‘‘বিমান চালানোর জন্য সরকারের সঙ্গে আমাদের চুক্তি পাকা হয়ে গিয়েছে। তবে এখনও সময়সারণী পাওয়া যায়নি। মাসখানেকের মধ্যে তা পেয়ে গেল টিকিট বুকিং শুরু হবে।’’ দেবাশিসবাবু আরও জানান, দুর্গাপুর থেকে চেন্নাই ও মুম্বই, দুই শহরে প্রতিদিনই এই বিমান পরিষেবা চালু থাকবে। বাবুল জানান, গত পাঁচ বছরে আসানসোল-দুর্গাপরের অনেকেই তাঁর কাছে চেন্নাইয়ের বিমান চালুর অনুরোধ করেছেন তাঁকে। সেই অনুরোধ রাখতে পেরে তিনি খুশি।

২০১৫ সালের মে মাসে চালু হয় অণ্ডাল বিমানবন্দর। কিন্তু পর্যাপ্ত যাত্রী না মেলায় বারবার বন্ধ হয়ে গিয়েছে বিমান পরিষেবা। বেশ কয়েক মাস বন্ধ থাকার পরে ২০১৮ সালের ১৫ এপ্রিল দিল্লি-দুর্গাপুর-দিল্লি রুটে সপ্তাহে চার দিন উড়ান চালু করে এয়ার ইন্ডিয়া। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত পর্যাপ্ত যাত্রী হচ্ছে ওই রুটে। ১৬ ফেব্রুয়ারি সপ্তাহে তিন দিন হায়দরাবাদ রুটে বিমান চালাতে শুরু করেছে এয়ার ইন্ডিয়া। এ বার চেন্নাই ও মুম্বই রুটে বিমান চালুর খবরে খুশি শিল্পোদ্যোগীরা।

গত বছর মার্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনিক বৈঠকে দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এ নিয়ে দাবি জানায়। জামুড়িয়া চেম্বার অফ কমার্স-ও বিমানবন্দর কর্তৃপক্ষকে দক্ষিণ ভারতের বিমান পরিষেবা চালুর আর্জি জানায়। জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সম্পাদক বীরেন্দ্রকুমার ঢল, দুর্গাপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি কবি দত্তেরা জানান, দিল্লির পরে এ বার দেশের আরও দুই বড় শহরের সঙ্গে উড়ান-যোগাযোগ তৈরি হওয়ায় অনেক সুবিধা হবে। চিকিৎসা, চাকরি, পড়াশোনা-সহ নানা কারণে ওই দুই শহরে যাতায়াতকারীদেরও সুবিধা হবে। শিল্পপতি পবন গুটগুটিয়ার মতে, মুম্বইয়ের সঙ্গে বিমান যোগাযোগে উপকৃত হবে বাণিজ্য মহল।

মুম্বইয়ে কর্মরত দুর্গাপুরের সিটি সেন্টারের বাসিন্দা রাজর্ষি ভট্টাচার্য বলেন, ‘‘যাতায়াতে অনেক সময় বাঁচবে।’’ বেঙ্গল সাবার্বান চেম্বার অব কর্মাসের সাধারণ সম্পাদক প্রফুল্ল ঘোষের অবশ্য বক্তব্য, ‘‘ভাল খবর। তবে শিল্পের বিকাশ ও কর্মসংস্থানের সুযোগ না বাড়লে পরিষেবা চালু রাখা নিয়ে সংশয় তৈরি হবে।’’

Spicejet Andal Airport Chennai Mumbai Babul Supriyo
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy