Advertisement
২৬ এপ্রিল ২০২৪

শুল্ক যুদ্ধে হার সবার, সতর্কবার্তা রাজনের

আমেরিকা ও চিনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য যুদ্ধের উত্তাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। বললেন, তারা যদি এখনকার মতো হুমকি-পাল্টা হুমকির ধারা বহাল রেখে চলে, তা হলে দু’পক্ষেরই ক্ষতি। সে ক্ষেত্রে পুরো পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি।

রঘুরাম রাজন

রঘুরাম রাজন

সংবাদ সংস্থা
নয়াদিল্লি ও ওয়াশিংটন শেষ আপডেট: ০৬ জুন ২০১৮ ০২:৫৯
Share: Save:

আমেরিকা ও চিনের মধ্যে বাড়তে থাকা বাণিজ্য যুদ্ধের উত্তাপ নিয়ে আশঙ্কা প্রকাশ করলেন প্রাক্তন রিজার্ভ ব্যাঙ্ক গভর্নর রঘুরাম রাজন। বললেন, তারা যদি এখনকার মতো হুমকি-পাল্টা হুমকির ধারা বহাল রেখে চলে, তা হলে দু’পক্ষেরই ক্ষতি। সে ক্ষেত্রে পুরো পরিস্থিতি খুব দ্রুত হাতের বাইরে চলে যেতে পারে বলেও সতর্ক করেছেন তিনি। রাজনের মতে, শেষ পর্যন্ত সেটা হলে, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতির বৃদ্ধির সম্ভাবনাই।

মার্কিন শুল্ক নিয়ে বিরোধিতা জারি বিশ্ব জুড়ে। কানাডা, ইউরোপীয় ইউনিয়নের পরে ইস্পাত ও অ্যালুমিনিয়ামে মার্কিন শুল্কের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় নালিশ জানানোর তোড়জোড় শুরু করেছে মেক্সিকো। শুয়োরের মাংস-সহ কিছু পণ্যে পাল্টা শুল্কও বসিয়েছে তারা। ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্য নীতির সমালোচনায় মুখর ব্রিক্‌স গোষ্ঠীভুক্ত (ভারত, চিন, রাশিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা) দেশগুলি। এমনকি মার্কিন অর্থনীতির উপরে এর খারাপ প্রভাব নিয়ে সতর্ক করছেন রিপাবলিকানদের একাংশও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE