Advertisement
১০ মে ২০২৪

মেট্রো ডেয়ারি থেকে হাত গোটাচ্ছে রাজ্য

ওয়েস্ট বেঙ্গল মিল্ক প্রডিউসার্স ফেডারেশন লিমিটেড, কেভেন্টার অ্যাগ্রো এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ত্রিপাক্ষিক অংশীদারিত্বে মেট্রো ডেয়ারির পথ চলা শুরু ১৯৯০-তে।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৭ ০৭:১০
Share: Save:

বেসরকারি সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগ থেকে সরে আসার সিদ্ধান্তে রাজ্য মন্ত্রিসভা সায় দিয়েছে গত মে মাসে। সেই পথে হেঁটেই এ বার মেট্রো ডেয়ারি থেকে হাত তুলে নিচ্ছে রাজ্য সরকার। বুধবার মন্ত্রিসভায় এই সিদ্ধান্তও গৃহীত হয়। সংশ্লিষ্ট সূত্রের খবর, মেট্রো ডেয়ারিতে সরকারের ৪৭% শেয়ার ছিল। পুরোটাই প্রকল্পের বেসরকারি অংশীদার কেভেন্টার অ্যাগ্রোকে বেচে দিচ্ছে রাজ্য। এ জন্য কোষাগারে আসবে প্রায় ৮৫ কোটি।

নবান্নের কর্তাদের দাবি, রাজ্যে কোনও যৌথ প্রকল্প থেকে সরে আসার সিদ্ধান্ত এই প্রথম। কোথাও লোকসান, কোথাও পরিচালন পর্ষদে কোণঠাসা হয়ে পড়া — এমন বিবিধ কারণে একে একে এ ধরনের সব যৌথ উদ্যোগ থেকেই সরে আসার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। এক সরকারি কর্তার কথায়, ‘‘লাভ-লোকসান যাই হোক, সরকার সমস্ত যৌথ প্রকল্প থেকে সরে আসতে চাইছে।’’

ওয়েস্ট বেঙ্গল মিল্ক প্রডিউসার্স ফেডারেশন লিমিটেড, কেভেন্টার অ্যাগ্রো এবং ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের ত্রিপাক্ষিক অংশীদারিত্বে মেট্রো ডেয়ারির পথ চলা শুরু ১৯৯০-তে। পরবর্তী কালে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ড তাদের ১০% শেয়ার বিক্রি করে দেয় কেভেন্টারকে। তার পর থেকে রাজ্য সরকারের ৪৭% এবং কেভেন্টারের ৫৩% শেয়ার নিয়ে দুধ উৎপাদন চলছিল। নবান্নের এক কর্তা বলেন, ‘‘প্রকল্পের জমি ও নকশা সবই কেভেন্টারের। সেই সময়ে তাদের কাছ থেকে ২.৭ কোটি টাকায় ৪৭% শেয়ার কিনেছিল রাজ্য। এখন সেই শেয়ার কেভেন্টারকে বিক্রি করে দেওয়া হচ্ছে।’’ ওই কর্তার কথায়, ‘‘রাজ্য সরকার কেন দুধ বিক্রিতে নাক গলাবে, এই প্রশ্ন সামনে রেখেই মেট্রো ডেয়ারির অংশীদারিত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

metro dairy Share Market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE