Advertisement
২৬ এপ্রিল ২০২৪

জিএসটি-র জ্বালানিতে সূচক ফের ২৯ হাজারে

জিএসটি চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোনোয় হাওয়া লাগল শেয়ার বাজারের পালে। সোমবার ফের ২৯ হাজারের ঘরে ঢুকল সেনসেক্স। ২১৫.৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৯,০৪৮.১৯ অঙ্কে। যা গত দু’বছরে সর্বোচ্চ।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ মার্চ ২০১৭ ০৪:২০
Share: Save:

জিএসটি চালুর প্রক্রিয়া আরও এক ধাপ এগোনোয় হাওয়া লাগল শেয়ার বাজারের পালে।

সোমবার ফের ২৯ হাজারের ঘরে ঢুকল সেনসেক্স। ২১৫.৭৪ পয়েন্ট উঠে দাঁড়াল ২৯,০৪৮.১৯ অঙ্কে। যা গত দু’বছরে সর্বোচ্চ। নিফ্‌টি ৬৫.৯০ পয়েন্ট উঠে থিতু হয়েছে ৮,৯৬৩.৪৫ অঙ্কে। টাকার দামও ১০ পয়সা বাড়ায় এক ডলার হয়েছে ৬৬.৭১ টাকা।

এ দিন অবশ্য শেয়ার সূচককে রসদ জুগিয়েছে মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ-ও। প্রোমোটাররা অংশীদারি ঢেলে সাজবেন, সংস্থার এই ঘোষণার পরেই বিএসই-তে রিলায়্যান্সের দর বাড়ে ৩.৬৯%। থিতু হয় ন’বছরের নতুন উচ্চতায়।

এ অবস্থায় বিশেষজ্ঞদের ধারণা, বাজার এখন ‘বুল’-দের দখলে। কারণ, সূচকের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন ঘটনাগুলি উপেক্ষা করেই তা বেড়ে চলেছে। যেমন ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন ডিরেক্টর এস কে কৌশিক বলেন, ‘‘এ মাসেই মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদ বাড়াতে পারে। তা সত্ত্বেও সূচকের উত্থান গুরুত্বপূর্ণ।’’ বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভারতে শেয়ার বাজারে সুদিন ফেরার আঁচ পেয়েই সম্ভবত বিনিয়োগের বহর বাড়াচ্ছে বিদেশি লগ্নি সংস্থাগুলি। গত শুক্রবার তারা শেয়ার কিনেছে ১,৫২৮.৪৮ কোটি টাকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

BSE NSE Sensex GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE