Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Hero

আরও আকর্ষণীয় লুক ও ফিচার নিয়ে বাজারে হাজির হিরো প্লেজার, দাম…

হন্ডা অ্যাক্টিভা ৫জি, মাহিন্দ্রা গাস্টো, সুজুকি লেট’স এবং ইয়ামাহা রে-জেডের মতো স্কুটিগুলোকে টেক্কা দিতে হিরো মোটোকর্প নিয়ে এল প্লেজারের নতুন মডেল। কী কী ফিচার ও সুবিধা রয়েছে এই স্কুটিতে দেখে নেওয়া যাক।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ১৫ মে ২০১৯ ১২:৩৩
Share: Save:
০১ ১২
হন্ডা অ্যাক্টিভা ৫জি, মাহিন্দ্রা গাস্টো, সুজুকি লেট’স এবং ইয়ামাহা রে-জেডের মতো স্কুটিগুলোকে টেক্কা দিতে হিরো মোটোকর্প নিয়ে এল প্লেজারের নতুন মডেল। কী কী ফিচার ও সুবিধা রয়েছে এই স্কুটিতে দেখে নেওয়া যাক।

হন্ডা অ্যাক্টিভা ৫জি, মাহিন্দ্রা গাস্টো, সুজুকি লেট’স এবং ইয়ামাহা রে-জেডের মতো স্কুটিগুলোকে টেক্কা দিতে হিরো মোটোকর্প নিয়ে এল প্লেজারের নতুন মডেল। কী কী ফিচার ও সুবিধা রয়েছে এই স্কুটিতে দেখে নেওয়া যাক।

০২ ১২
নতুন লুক নিয়ে বাজারে এল হিরো প্লেজার। নতুন এই মডেলটির নাম প্লেজার প্লাস ১১০।

নতুন লুক নিয়ে বাজারে এল হিরো প্লেজার। নতুন এই মডেলটির নাম প্লেজার প্লাস ১১০।

০৩ ১২
পুরোপুরি ভোল বদলে, ইঞ্জিন ক্ষমতা ও মাইলেজে পরিবর্তন এনে নতুন ভাবে প্লেজার-কে হাজির করেছে হিরো মোটকর্প।

পুরোপুরি ভোল বদলে, ইঞ্জিন ক্ষমতা ও মাইলেজে পরিবর্তন এনে নতুন ভাবে প্লেজার-কে হাজির করেছে হিরো মোটকর্প।

০৪ ১২
আকর্ষণীয় লুক তো বটেই, সেই সঙ্গে দামেও পরিবর্তন এনেছে হিরো।

আকর্ষণীয় লুক তো বটেই, সেই সঙ্গে দামেও পরিবর্তন এনেছে হিরো।

০৫ ১২
হেডল্যাম্প, ফেসিয়া, ইন্ডিকেটরে পরিবর্তন আনা হয়েছে। গাড়ির পিছনের অংশটা আগের তুলনায় অনেকটাই স্লিক করা হয়েছে।

হেডল্যাম্প, ফেসিয়া, ইন্ডিকেটরে পরিবর্তন আনা হয়েছে। গাড়ির পিছনের অংশটা আগের তুলনায় অনেকটাই স্লিক করা হয়েছে।

০৬ ১২
প্লেজার ১১০ প্লাস-এর দুটো ভ্যারিয়েন্ট এনেছে হিরো। একটি শিট মেটার হুইল, অন্যটি কাস্ট হুইল।

প্লেজার ১১০ প্লাস-এর দুটো ভ্যারিয়েন্ট এনেছে হিরো। একটি শিট মেটার হুইল, অন্যটি কাস্ট হুইল।

০৭ ১২
শিট মেটাল হুইল-এর এক্স শোরুমের দাম ৪৭ হাজার ৩০০ টাকা এবং কাস্ট হুইল-এর দাম ৪৯ হাজার ৩০০ টাকা।

শিট মেটাল হুইল-এর এক্স শোরুমের দাম ৪৭ হাজার ৩০০ টাকা এবং কাস্ট হুইল-এর দাম ৪৯ হাজার ৩০০ টাকা।

০৮ ১২
১৪ মে থেকেই নতুন প্লেজার প্লাস ১১০-এর বুকিং শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। তবে হিরো সূত্রে খবর, গাড়ি ডেলিভারি শুরু হবে মে-র শেষ দিক থেকে।

১৪ মে থেকেই নতুন প্লেজার প্লাস ১১০-এর বুকিং শুরু হয়ে গিয়েছে দেশ জুড়ে। তবে হিরো সূত্রে খবর, গাড়ি ডেলিভারি শুরু হবে মে-র শেষ দিক থেকে।

০৯ ১২
পুরনো ও আধুনিকতার মিশেলে হেডল্যাম্পকে সম্পূর্ণ নতুন লুক দেওয়া হয়েছে। গাড়ির সাইড প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে টেল ল্যাম্পেও।

পুরনো ও আধুনিকতার মিশেলে হেডল্যাম্পকে সম্পূর্ণ নতুন লুক দেওয়া হয়েছে। গাড়ির সাইড প্যানেলেও পরিবর্তন আনা হয়েছে। পরিবর্তন আনা হয়েছে টেল ল্যাম্পেও।

১০ ১২
প্লেজার প্লাস ১১০-এর বাড়তি আকর্ষণ এতে ইউএসবি চার্জিং স্লট রয়েছে। ১১০ সিসি-র সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।

প্লেজার প্লাস ১১০-এর বাড়তি আকর্ষণ এতে ইউএসবি চার্জিং স্লট রয়েছে। ১১০ সিসি-র সিঙ্গল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন রয়েছে এতে।

১১ ১২
গাড়ির সামনে ও পিছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক রয়েছে। এ ছাড়া এই স্কুটারে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (আইবিএস)।

গাড়ির সামনে ও পিছনে ১৩০ মিলিমিটার ড্রাম ব্রেক রয়েছে। এ ছাড়া এই স্কুটারে রয়েছে ইন্টিগ্রেটেড ব্রেকিং সিস্টেম (আইবিএস)।

১২ ১২
চারটি রঙের পাওয়া যাবে প্লেজার প্লাস— কালো, লাল, নীল ও সাদা।

চারটি রঙের পাওয়া যাবে প্লেজার প্লাস— কালো, লাল, নীল ও সাদা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE