তাঁর সন্তানের পিতা ইলন মাস্ক। ২০২৫ সালের শুরুর দিকে সন্তানের পিতৃত্বের দাবি তুলে গোটা বিশ্বের নজর কেড়ে নিয়েছিলেন মার্কিন নেটপ্রভাবী এবং লেখিকা অ্যাশলে সেন্ট ক্লেয়ার। সেই সময় এক্স হ্যান্ডলের একটি পোস্টে অ্যাশলে ঘোষণা করেন যে, তাঁর পাঁচ মাস বয়সি সন্তানের বাবা স্বয়ং মাস্ক। সেই শিশুর বয়স এখন দেড় বছরের কাছাকাছি।