মাদকপাচারের জিগির তুলে ‘শত্রু’ দেশের প্রেসিডেন্টকে তুলে এনেছে তাঁর ফৌজ। অগ্নিগর্ভ পারস্য দেশের গণবিক্ষোভে সমানে উস্কানি দিচ্ছেন তিনি। এ ছাড়া জবরদস্তি করেই আটলান্টিকে ঢোকা বন্ধ করেছেন রুশ তেলবাহী জাহাজের। ছক কষছেন বিশ্বের সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডকে কব্জা করার। এ-হেন পরিস্থিতিতে ‘ক্যারিবিয়ান-কাঁটা’ উপড়ে ফেলতে দোর্দণ্ডপ্রতাপ সেই প্রেসিডেন্টের পরবর্তী লক্ষ্য কিউবা। সেই ইঙ্গিত মিলতে ভুরু কুঁচকেছেন শুভাকাঙ্ক্ষীরাও। তাঁদের মনে উঁকি দিচ্ছে একটাই প্রশ্ন। তাড়াহুড়়ো করতে গিয়ে শেষে পচা শামুকে আমেরিকার পা কাটবে না তো?
তিনি, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন বছরের প্রথম মাসে বৃহস্পতি যে তাঁর তুঙ্গে, সে কথা বলার অপেক্ষা রাখে না। ভেনেজ়ুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে তুলে আনা থেকে শুরু করে মস্কোর তেলবাহী জাহাজ ‘অপহরণ’, যে কাজেই হাত দিয়েছেন সাফল্য শতকরা ১০০ শতাংশ! আর তাই ভাগ্যদেবী সহায় থাকতে থাকতেই ‘গলার কাঁটা’ কিউবাকে নতজানু হতে বাধ্য করতে চাইছেন এই বর্ষীয়ান রিপাবলিকান নেতা। সে চেষ্টায় অবশ্য বার বার ব্যর্থ হয়েছেন তাঁর পূর্বসূরিরা।