Advertisement
০২ মে ২০২৪
Business News

হন্ডা নিয়ে এল আপগ্রেডেড হরনেট ও সিবিআর, কী রয়েছে এতে জেনে নিন

বাইকের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দামও। কিন্তু তাতে কি কোনও প্রভাব পড়ছে বাইকপ্রেমীদের মধ্যে? এক বাইক প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে, দামের হেরফের হলেও বাইকের বিক্রি কিন্তু কমেনি। বাজারে নতুন লুক, স্টাইলিশ বাইক এলেই নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন বাইকপ্রেমীরা।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৩ জুন ২০১৮ ১৪:১৩
Share: Save:
০১ ০৮
বাইকের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দামও। কিন্তু তাতে কি কোনও প্রভাব পড়ছে বাইকপ্রেমীদের মধ্যে? এক বাইক প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে, দামের হেরফের হলেও বাইকের বিক্রি কিন্তু কমেনি। বাজারে নতুন লুক, স্টাইলিশ বাইক এলেই নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন বাইকপ্রেমীরা।

বাইকের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে তার দামও। কিন্তু তাতে কি কোনও প্রভাব পড়ছে বাইকপ্রেমীদের মধ্যে? এক বাইক প্রস্তুতকারক সংস্থার তরফে দাবি করা হয়েছে, দামের হেরফের হলেও বাইকের বিক্রি কিন্তু কমেনি। বাজারে নতুন লুক, স্টাইলিশ বাইক এলেই নেওয়ার জন্য ঝাঁপিয়ে পড়ছেন বাইকপ্রেমীরা।

০২ ০৮
হোক না দাম বেশি, বাইকের নেশা যাঁদের, তাঁরা কিন্তু দাম দেখে বিমুখ হবেন না বলেই দাবি করছে বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি। আর তাই পাল্লা দিয়ে নতুন নতুন বাইক হাজির করছেন প্রস্তুতকারকরা।

হোক না দাম বেশি, বাইকের নেশা যাঁদের, তাঁরা কিন্তু দাম দেখে বিমুখ হবেন না বলেই দাবি করছে বাইক প্রস্তুতকারক সংস্থাগুলি। আর তাই পাল্লা দিয়ে নতুন নতুন বাইক হাজির করছেন প্রস্তুতকারকরা।

০৩ ০৮
বাইকের বাজারে হন্ডা বেশ জনপ্রিয়। এ বছরেই প্রস্তুতকারক সংস্থাটি দু’টি আপগ্রডেড বাইক নিয়ে এসেছে। সিবি হরনেট ১৬০আর এবং সিবিআর২৫০আর। দামটাও অবশ্য বাড়িয়েছে। সিবি হরনেট এবিএস ভার্সনের নতুন দাম ৮৫ হাজার থেকে শুরু করে প্রায় ৯৩ হাজার টাকা পর্যন্ত।

বাইকের বাজারে হন্ডা বেশ জনপ্রিয়। এ বছরেই প্রস্তুতকারক সংস্থাটি দু’টি আপগ্রডেড বাইক নিয়ে এসেছে। সিবি হরনেট ১৬০আর এবং সিবিআর২৫০আর। দামটাও অবশ্য বাড়িয়েছে। সিবি হরনেট এবিএস ভার্সনের নতুন দাম ৮৫ হাজার থেকে শুরু করে প্রায় ৯৩ হাজার টাকা পর্যন্ত।

০৪ ০৮
সিবিআর ২৫০আর-এর নন এবিএস ভার্সনের দাম হয়েছে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা। এবিএস ভার্সনের দাম ১ লক্ষ ৯৩ হাজার টাকা।

সিবিআর ২৫০আর-এর নন এবিএস ভার্সনের দাম হয়েছে প্রায় ১ লক্ষ ৬৪ হাজার টাকা। এবিএস ভার্সনের দাম ১ লক্ষ ৯৩ হাজার টাকা।

০৫ ০৮
২০১৮-র আপগ্রডেড সিবি হরনেটের ডিজাইনে খুব একটা পরিবর্তন আনেনি সংস্থা। তবে হেডল্যাম্পে এলইডি ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের উপরে সুন্দর নকশা দেওয়া হয়েছে বাইকের লুক আরও আকর্ষণীয় করার জন্য।

২০১৮-র আপগ্রডেড সিবি হরনেটের ডিজাইনে খুব একটা পরিবর্তন আনেনি সংস্থা। তবে হেডল্যাম্পে এলইডি ব্যবহার করা হয়েছে। ফুয়েল ট্যাঙ্কের উপরে সুন্দর নকশা দেওয়া হয়েছে বাইকের লুক আরও আকর্ষণীয় করার জন্য।

০৬ ০৮
সিবি হরনেটে দেওয়া হয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। যার ফলে বাইকের ব্রেকিং পারফরম্যান্স অনেক বেশি কন্ট্রোলড হয়েছে।

সিবি হরনেটে দেওয়া হয়েছে সিঙ্গল চ্যানেল এবিএস সিস্টেম। যার ফলে বাইকের ব্রেকিং পারফরম্যান্স অনেক বেশি কন্ট্রোলড হয়েছে।

০৭ ০৮
নতুন সিবি হরনেট-এ রয়েছে ১৬২.৭ সিসি ইঞ্জিন। সাসপেনশনে কোনও পরিবর্তন করা হয়নি। রয়েছে রিয়ার ড্রাম ব্রেক।

নতুন সিবি হরনেট-এ রয়েছে ১৬২.৭ সিসি ইঞ্জিন। সাসপেনশনে কোনও পরিবর্তন করা হয়নি। রয়েছে রিয়ার ড্রাম ব্রেক।

০৮ ০৮
সিবিআর ২৫০-এর চারটে নতুন রঙ আনা হয়েছে। এতে রয়েছে ২৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। ৬ গিয়ারবিশিষ্ট এই বাইকের সর্বোচ্চ গতি ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

সিবিআর ২৫০-এর চারটে নতুন রঙ আনা হয়েছে। এতে রয়েছে ২৪৯ সিসির সিঙ্গল সিলিন্ডার লিকুইড কুলড ইঞ্জিন। ৬ গিয়ারবিশিষ্ট এই বাইকের সর্বোচ্চ গতি ১৩৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement
Advertisement

Share this article

CLOSE