Advertisement
E-Paper

শিল্প বৃদ্ধি ন’মাসে সর্বোচ্চ, থমকে মূল্যবৃদ্ধি

শিল্প বৃদ্ধি ২০১৬ সালের অগস্টে ছিল ৪%। আর এ বছর জুলাইয়ের সংশোধিত হার ০.৯৪%। তবে এপ্রিল থেকে অগস্টের হিসেব ধরলে শিল্প বৃদ্ধি ২.২%, যেখানে আগের বছরের হার ছিল ৫.৯%।

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ অক্টোবর ২০১৭ ০২:৩১
ফাইল চিত্র।

ফাইল চিত্র।

অর্থনীতি নিয়ে আশঙ্কার মেঘের মধ্যেই রুপোলি রেখা। অগস্টে কল-কারখানার উৎপাদন বেড়েছে ৪.৩% হারে, যা গত ন’মাসে সবচেয়ে বেশি। এর আগে তা সব থেকে চড়া ছিল ২০১৬-র নভেম্বরে। ছুঁয়েছিল ৫.৭%। মূলত খনি, বিদ্যুৎ ক্ষেত্র ও মূলধনী পণ্যের উৎপাদন বাড়ার হাত ধরেই শিল্প অগস্টে চাঙ্গা হয়েছে বলে বৃহস্পতিবার সরকারি পরিসংখ্যানে জানানো হয়েছে। তবে এ দিনই সেপ্টেম্বরের খুচরো মূল্যবৃদ্ধির হার একই জায়গায় থমকে থাকার হিসেবও দিয়েছে সেন্ট্রাল স্ট্যাটিসটিক্স অফিস (সিএসও)।

শিল্প বৃদ্ধি ২০১৬ সালের অগস্টে ছিল ৪%। আর এ বছর জুলাইয়ের সংশোধিত হার ০.৯৪%। তবে এপ্রিল থেকে অগস্টের হিসেব ধরলে শিল্প বৃদ্ধি ২.২%, যেখানে আগের বছরের হার ছিল ৫.৯%।

এ দিকে, সেপ্টেম্বরে আনাজের দাম ৩.৯২% হারে কমলেও খুচরো মূল্যবৃদ্ধি এক জায়গায় দাঁড়িয়ে। আগের বছরের একই সময়ে ছিল ৪.৩৯%।

বাজার চাঙ্গা, বাড়ল টাকাও: আগের দিন ৯০ পয়েন্ট পড়ার পরে ফের চাঙ্গা হয়ে উঠল শেয়ার বাজার। সেনসেক্স ৩২ হাজারে ও নিফ্‌টি ১০ হাজারের ঘরে ফের ঢুকল। বৃহস্পতিবার সেনসেক্স এক ধাক্কায় ৩৪৮.২৩ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৩২,১৮২.২২ অঙ্কে। নিফ্‌টি ১১১.৬০ পয়েন্ট বেড়ে ১০,০৯৬.৪০ অঙ্কে থিতু হয়েছে। টাকাও ৬ পয়সা বেড়েছে। দিনের শেষে এক ডলার হয় ৬৫.০৮ টাকা।

টিসিএসের নিট মুনাফা ২.১% কমার প্রভাব অবশ্য বাজারে পড়েনি। জুলাই-সেপ্টেম্বরে সংস্থার নিট মুনাফা কমে হয়েছে ৬,৪৪৬ কোটি টাকা। সেপ্টেম্বরে খুচরো মূল্যবৃদ্ধি স্থিতাবস্থায় থাকা ও অগস্টে শিল্পোৎপাদন বাড়ার ইতিবাচক প্রভাব অবশ্য শুক্রবার বাজারে পড়বে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার বাজারের ঝাঁপ বন্ধ হওয়ার পরে প্রকাশিত হয় এই দুই পরিসংখ্যান।

Industry Industrial growth TCS টিসিএস
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy