Advertisement
২৬ এপ্রিল ২০২৪

সুদ যথেষ্ট কমেনি, হতাশ বাজার

রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতির পর্যালোচনায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করছে শেয়ার বাজার মহল।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৪ অগস্ট ২০১৭ ০৩:৪৩
Share: Save:

সুদের হার কমলেও তার পরিমাণ নিয়ে অখুশি শেয়ার বাজার।

রিজার্ভ ব্যাঙ্ক গত বুধবার তার ঋণনীতি ফিরে দেখতে বসে সুদের হার কমানোর কথা ঘোষণা করার পরেই সেনসেক্স প্রায় ১০০ পয়েন্ট পড়ে গিয়েছিল। বৃহস্পতিবার পতন হল বড় অঙ্কের। ২৩৮.৮৬ পয়েন্ট। নিফ্‌টি পড়েছে ৬৭.৮৫ পয়েন্ট। বাজার বন্ধের সময়ে কোনও মতে ১০ হাজারের ঘর ধরে রেখে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওই সূচক থিতু হয় ১০,০১৩.৬৫ অঙ্কে। সেনসেক্স এ দিন থামে ৩২,২৩৭.৮৮ পয়েন্টে।

রিজার্ভ ব্যাঙ্ক তার ঋণনীতির পর্যালোচনায় রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে। তবে তা যথেষ্ট নয় বলেই মনে করছে শেয়ার বাজার মহল। এমনকী কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের কিছু অফিসারও মনে করছেন রেপো রেট (যে হারে বাণিজ্যিক ব্যাঙ্ক রিজার্ভ ব্যাঙ্কের কাছ থেকে ঋণ নেয়) ৫০ থেকে ৭৫ বেসিস পয়েন্ট কমলে ভাল হত। পাশাপাশি, রেপো রেট কমা মানেই যে আপনা থেকে ব্যাঙ্কে সুদের হার কমবে, বিষয়টা তেমন নয়। রেপো রেটের হাত ধরে ব্যাঙ্কগুলি যতক্ষণ না নিজেদের সুদের হার কমানোর কথা ঘোষণা করছে, ততক্ষণ দেশে সুদের হার কমবে না। সেই কারণেই লগ্নিকারীরা সাবধানে পা ফেলতে চান বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত ব্যাঙ্কগুলিকে সুদ কমাতে কতটা উৎসাহিত করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে শেয়ার বাজার মহলের। তাদের আশা ছিল, এই দফায় রিজার্ভ ব্যাঙ্ক অন্তত ৫০ বেসিস পয়েন্ট সুদ কমাবে। তাদের ধারণা, সেটা করা হলে ব্যাঙ্কেও সুদ উল্লেখযোগ্য ভাবে কমতে পারত। কিন্তু তা না-হওয়ায় বাজার হতাশ। যার প্রতিফলন এ দিন লেনদেনে পড়েছে বলে দাবি বিশেষজ্ঞদের।

ব্যাঙ্কে সুদের হার ভাল রকম কমা এখন দূর অস্ত্, এমনটা আশঙ্কা করেই এ দিন এই বিষয়টির সঙ্গে সরাসরি ভাবে যুক্ত শিল্প সংস্থাগুলির শেয়ার বেচতে থাকেন লগ্নিকারীরা। যার মধ্যে খোদ ব্যাঙ্ক ছাড়াও রয়েছে গাড়ি তৈরি এবং আবাসন সংস্থার শেয়ার।

তবে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি ভারতের বাজারে তাদের বিনিয়োগ বজায় রেখেছে। বরং শেয়ার বিক্রির বহর বাড়িয়েছে মিউচুয়াল ফান্ড-সহ ভারতীয় আর্থিক সংস্থাগুলি। গত দু’দিনে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলির ভারতের বাজারে বিনিয়োগ ৪৯৭ কোটি টাকা। আর ভারতীয় আর্থিক সংস্থাগুলির শেয়ার বিক্রির পরিমাণ ঠেকেছে প্রায় ৬২২ কোটিতে।

এ দিন গৃহঋণ সংস্থা এইচডিএফসি, স্টেট ব্যাঙ্ক, আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচ ডি এফ সি ব্যাঙ্ক, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক-সহ আরও কিছু ব্যাঙ্কের শেয়ার দর পড়ে যায়। স্টেট ব্যাঙ্কের দর পড়েছে ২.২৪%। প্রায় ৬% পড়ে ব্যাঙ্ক শেয়ারের মধ্যে পতনের তালিকার শীর্ষে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। কানাড়া ব্যাঙ্কের শেয়ার দরও পড়েছে ৩.২৭%। তবে উল্টো দিকে হেঁটে রিলায়্যান্স-সহ আরও কিছু সংস্থার শেয়ার দর অবশ্য বেড়ে গিয়েছে। রিলায়্যান্সের দর বেড়েছে ১.৩৮%।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE