এক বিয়েবাড়ির আনন্দ পাশের বাড়ির শোকের কারণ হয়ে উঠল বিহারের দ্বারভাঙায়। বিয়েবাড়ির অনুষ্ঠানে বরপক্ষ আতশবাজি পোড়াচ্ছিল। সেই বাজিরই একটি গিয়ে পড়ে পাশের বাড়িতে। মুহূর্তেই আগুন লেগে যায়। আর সেই আগুনের সংস্পর্শে এসে বাড়িতে রাখা গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। আর সেই বিস্ফোরণেই একই পরিবারের ছ’জনের মৃত্যু হল।
পুলিশ সূত্রে খবর, দ্বারভাঙা জেলার আলিনগরের অন্টোর গ্রামে একটি বিয়ের অনুষ্ঠান চলছিল। বিয়েতে অতিথিদের বেশ কয়েক জন আতশবাজি পোড়াচ্ছিলেন। সেই আতশবাজির একটি গিয়ে পড়ে পাশের বাড়িতে। কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন ধরে যায়। তখন ঘরের ভিতরে ছিলেন ওই বাড়ির ছয় সদস্য। আগুন লেগে যাওয়ায় তাঁরা চিৎকার করে সাহায্য চাইতে থাকেন। আগুনের দাপট এতটাই বেড়ে গিয়েছিল যে, তাঁরা ঘরের ভিতরেই আটকে পড়েন। স্থানীয়েরা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। ওই বাড়ির সদস্যদের উদ্ধারেরও চেষ্টা করা হয়।
আরও পড়ুন:
সবাই যখন উদ্ধারের চেষ্টা চালাচ্ছিলেন, সেই সময় আচমকাই ওই বাড়ির গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ হয়। ফলে স্থানীয়েরা আতঙ্কিত হয়ে পড়েন। ওই বিস্ফোরণের পর আগুন আরও ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় দমকল এবং পুলিশকেও। কিন্তু দমকল এসে উদ্ধারকাজ চালানোর আগেই আগুন ঝলসে মৃত্যু হয় ওই পরিবারের ছ’জনেরই।