Advertisement
২৬ এপ্রিল ২০২৪
নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত

তিন সংস্থার বিলগ্নিকরণে সায়

বিলগ্নিকরণের হাত ধরে রাজকোষ ভরার লক্ষ্যে বুধবার এক ধাক্কায় তিনটি প্রথম সারির রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই তালিকায় রয়েছে দু’টি মহারত্ন সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও ওএনজিসি এবং জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী সংস্থা এনএইচপিসি। পাশাপাশি, আর একটি মহারত্ন সংস্থা সেল শেয়ারেরও বাজারে আসার কথা এ মাসে।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০১৪ ০২:০৪
Share: Save:

বিলগ্নিকরণের হাত ধরে রাজকোষ ভরার লক্ষ্যে বুধবার এক ধাক্কায় তিনটি প্রথম সারির রাষ্ট্রায়ত্ত সংস্থার শেয়ার বিক্রিতে সায় দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই তালিকায় রয়েছে দু’টি মহারত্ন সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ও ওএনজিসি এবং জলবিদ্যুৎ উৎপাদনে অগ্রণী সংস্থা এনএইচপিসি। পাশাপাশি, আর একটি মহারত্ন সংস্থা সেল শেয়ারেরও বাজারে আসার কথা এ মাসে। ইউপিএ সরকারের আমলেই অনুমোদন মেলে সেল বিলগ্নিকরণে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটি তার বৈঠকে এ দিন তিনটি রাষ্ট্রায়ত্ত সংস্থার বিলগ্নিকরণে সায় দিল। এর জেরে কেন্দ্রের হাতে আসবে প্রায় ৪৩ হাজার কোটি টাকা। এর সঙ্গে সেল বিলগ্নিকরণ খাতে প্রাপ্তি ধরলে তা দাঁড়াবে ৪৫ হাজার কোটি টাকার মতো। সব শেয়ারই বিক্রি হবে নিলামের মাধ্যমে দর স্থির করে। যার পোশাকি নাম ‘অফার ফর সেল’। গত ২০১৩-র জানুয়ারিতেই এই পথে শেয়ার বিক্রির অনুমতি দিয়েছিল বাজার নিয়ন্ত্রক সেবি। দেশের প্রথম সারির ১০০টি নথিভুক্ত সংস্থা এই ভাবে শেয়ার বেচতে পারবে। রাষ্ট্রায়ত্ত সংস্থার ক্ষেত্রে ন্যূনতম ২৫% শেয়ার ছাড়ার শর্ত পূরণেও এই পদ্ধতি নেওয়া যাবে বলে ইতিমধ্যেই জানিয়েছে সেবি।

প্রসঙ্গত, চলতি ২০১৪-’১৫ আর্থিক বছরে কেন্দ্র বিলগ্নিকরণ খাতে ৪৩,৪২৫ কোটি টাকা তোলার লক্ষ্যমাত্রা হাতে নিয়েছে। যা পূরণ করতে অসুবিধা হবে না বলেই দাবি সরকারি সূত্রের। যদিও গত পাঁচটি অর্থবর্ষেই বিলগ্নিকরণ খাতে লক্ষ্যমাত্রার থেকে অনেক কম টাকা এসেছিল ইউপিএ সরকারের ভাঁড়ারে। এর মধ্যে ২০১০-’১১ ও ২০১১-’১২ সালে বাজেটের লক্ষ্য ৪০ হাজার কোটি টাকা করে থাকলেও, সংগ্রহ হয়েছিল যথাক্রমে ২২,১৪৪ কোটি এবং ১৩,৮৯৪ কোটি। ২০১২-’১৩ সালে ৩০ হাজার কোটির লক্ষ্য থাকলেও ওঠে ২৩,৯৫৬ কোটি। আর গত অর্থবর্ষে ফের ৪০ হাজার কোটি টাকার নিশানা স্থির করলেও, মনমোহন সরকার ঘরে তোলে মাত্র ১৬,০২৭ কোটি টাকা।

এ দিন কোল ইন্ডিয়ার ১০% শেয়ার বিক্রিতে শিলমোহর দিয়েছে মন্ত্রিসভা। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, এখন কেন্দ্রের হাতে রয়েছে সংস্থার ৮৯.৬৫% শেয়ার। ১০% বেচে রাজকোষে ২৩ হাজার কোটি টাকা ঢুকবে বলে আগাম হিসাব দিয়েছে কেন্দ্র।

ওএনজিসি-র ক্ষেত্রে বাজারে আসবে ৫% শেয়ার, রাজকোষে আসবে ১৮ হাজার কোটি। এখন কেন্দ্রের হাতে রয়েছে সংস্থার ৬৮.৯৪% শেয়ার।

অন্য দিকে এনএইচপিসি-র ক্ষেত্রে ছাড়া হবে ১১.৩৬% শেয়ার। এই খাতে সরকারের ভাঁড়ারে আসার কথা ২,৮০০ কোটি টাকা। কেন্দ্রের হাতে রয়েছে সংস্থার ৮৫.৯৬% শেয়ার।

ওএনজিসি এবং এনএইচপিসি-র শেয়ার বিক্রি পরিচালনার জন্য কেন্দ্র ইতিমধ্যেই মার্চেন্ট ব্যাঙ্কার বাছাই করেছে। কোল ইন্ডিয়ার জন্য তা বাছাই করার কাজ চলছে বলে সরকারি সূত্রের খবর।

উল্লেখ্য, বুধবার বম্বে স্টক এক্সচেঞ্জে ওএনজিসি শেয়ার বন্ধ হয় ৪৪৫.৩০ টাকায়, কোল ইন্ডিয়া ৩৭৩.৮৫ টাকায় এবং এনএইচপিসি ২২.৪০ টাকায়।

অন্য দিকে, সেল-এর ৫% শেয়ার বাজারে আসার কথা চলতি সেপ্টেম্বরেই। পূর্বতন ইউপিএ সরকার ২০১২-এ সেলের ১০.৮২% শেয়ার বেচতে সায় দিয়েছিল। ২০১৩ সালের মার্চে প্রথম দফায় সংস্থার ৫.৮২% শেয়ার বিক্রিও হয়। এ বার বাজারে আসবে আরও ৫%। প্রতিটি বাজার দর ৮০.৯৫ টাকার আশেপাশে বিক্রি হবে। এই খাতে সরকারের হাতে আসবে ১৬০০ কোটি টাকার মতো।

রুগ্ণ কেন্দ্রীয় সংস্থার কর্মীদের জন্য। রুগ্ণ হয়ে পড়া ১১টি কেন্দ্রীয় রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্মীদের বকেয়া বেতন ও পেনশন, পিএফ, গ্র্যাচুইটি মেটাতে প্রায় ২৮৮ কোটি টাকা বরাদ্দ করার ব্যাপারেও সায় দিয়েছে মন্ত্রিসভা। এই সব রুগ্ণ সংস্থার মধ্যে আছে: হিন্দুস্তান কেব্লস, এইচএমটি মেশিন টুল্স, নাগাল্যান্ড পাল্প অ্যান্ড পেপার। ২০১৩-র ১ সেপ্টেম্বর থেকে ২০১৪-র ৩১ মার্চের জন্য বকেয়া দেওয়া হবে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE