Advertisement
১৬ মে ২০২৪
Business

ব্যাঙ্ক হয়ে উঠল ‘জনা স্মল ফিনান্স’

এক সময় দেশের অগ্রণী মাইক্রো-ফিনান্স সংস্থা ‘জনলক্ষ্ণী ফিনান্সিয়াল সার্ভিস’-ই ব্যাঙ্ক ব্যবসায় নামল ‘জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক’ নামে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৯ মার্চ ২০১৮ ১৭:৪৭
Share: Save:

আরও একটি মাইক্রো-ফিনান্স সংস্থা নেমে পড়ল ব্যাঙ্ক ব্যবসায়।

‘জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক’-এর তরফে বৃহস্পতিবার একটি প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, আজ থেকেই তারা ভারতে একটি বেসরকারি ব্যাঙ্ক হিসাবে কাজ শুরু করে দিল।

এক সময় দেশের অগ্রণী মাইক্রো-ফিনান্স সংস্থা ‘জনলক্ষ্ণী ফিনান্সিয়াল সার্ভিস’-ই ব্যাঙ্ক ব্যবসায় নামল ‘জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক’ নামে।

প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, প্রাথমিক ভাবে দেশের ১৮টি রাজ্যে ১৯টি শাখা খুলবে ‘জনা স্মল ফিনান্স ব্যাঙ্ক’। এ বছর জুন মাসের মধ্যেই সারা দেশে ২০০টি শাখা খুলবে এই বেসরকারি ব্যাঙ্ক। যার ২৫ শতাংশ হবে গ্রামীণ শাখা। আগামী বছরের মধ্যে সারা দেশে ৫০০টি শাখা খোলার পরিকল্পনা রয়েছে এই ব্যাঙ্কের। মাইক্রো-ফিনান্স সংস্থা হিসাবে এখন এই ব্যাঙ্কের কাস্টমারের সংখ্যা ৪৫ লক্ষ।

আরও পড়ুন- এয়ার ইন্ডিয়ার ৭৬% বেচতে ক্রেতার খোঁজ, ক্ষুব্ধ মমতা​

আরও পড়ুন- শেয়ার বাজারে নেমেই ‘ছক্কা’ বন্ধন ব্যাঙ্কের​

জনা গ্রুপের চেয়ারম্যান রমেশ রমানাথন বলেছেন, ‘‘আমাদের ব্র্যান্ড প্রোমোশনে যে কথাটা আমরা বলে থাকি, সেই ‘লিখো আপনি কহানি’-ই মূল মন্ত্র হবে আমাদের ব্যাঙ্ক ব্যবসাতেও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE