Advertisement
০৪ মে ২০২৪

জিএসটি ১৮% ছাড়ালে আশঙ্কা চাহিদা কমার

পণ্য-পরিষেবা কর (জিএসটি) ১৮ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এর বেশি কর হলে তা সরাসরি চাহিদা কমিয়ে দেবে। বণিকসভা সিআইআই তাদের এই আশঙ্কার কথাই জানিয়েছে। মঙ্গলবার কলকাতায় সিআইআই-এর নানা কর্মসূচি ও পরিকল্পনার কথা জানান বণিকসভার প্রেসিডেন্ট নওশাদ ফোর্বস। সেই আলোচনাতেই উঠে আসে জিএসটি প্রসঙ্গ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ অগস্ট ২০১৬ ০২:৩৫
Share: Save:

পণ্য-পরিষেবা কর (জিএসটি) ১৮ শতাংশের বেশি হওয়া উচিত নয়। এর বেশি কর হলে তা সরাসরি চাহিদা কমিয়ে দেবে। বণিকসভা সিআইআই তাদের এই আশঙ্কার কথাই জানিয়েছে।

মঙ্গলবার কলকাতায় সিআইআই-এর নানা কর্মসূচি ও পরিকল্পনার কথা জানান বণিকসভার প্রেসিডেন্ট নওশাদ ফোর্বস। সেই আলোচনাতেই উঠে আসে জিএসটি প্রসঙ্গ। তিনি বলেন, ‘‘১৫-১৭% পণ্য-পরিষেবা করের সুপারিশ কেন্দ্রের মুখ্য আর্থিক উপদেষ্টা অরবিন্দ সুব্রহ্মণ্যনের রিপোর্টেই রয়েছে। আমরাও মনে করি এই কর ১৮ শতাংশের বেশি হওয়া উচিত নয়। কর চড়া হলে মার খাবে চাহিদা।’’

স্টার্ট-আপের সহায়ক হিসেবেও কর্মসূচি হাতে নিয়েছে সিআইআই। বণিকসভার ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় জানান, অন্ধ্র-প্রদেশে তৈরি হচ্ছে স্টার্ট-আপ কেন্দ্র। তবে শুধুমাত্র তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর শিল্পেই জোর নয়। পরিষেবা-নির্ভর স্টার্ট-আপ তৈরির দিকে নজর দিতে চায় সিআইআই। অন্ধ্রপ্রদেশে মূল স্টার্ট-আপ কেন্দ্র তৈরি হলেও কলকাতাকে তারা শরিক করতে চায় বলে জানান চন্দ্রজিৎবাবু। যার অন্যতম কারণ রাজ্যের মেধা সম্পদ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

GST
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE