Advertisement
১৭ মে ২০২৪
paytm wallet

পেটিএম এ বার হতে চলেছে পেমেন্টস ব্যাঙ্ক

পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার প্রস্তুতি শুরু করল পেটিএম। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে পেটিএমকে পেমেন্টস ব্যাঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে।

সংবাদ সংস্থা
শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৬ ১৯:১৫
Share: Save:

পেমেন্টস ব্যাঙ্কের পরিষেবা দেওয়ার প্রস্তুতি শুরু করল পেটিএম। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার তরফে পেটিএমকে পেমেন্টস ব্যাঙ্ক করার অনুমতি দেওয়া হয়েছে। গত মে মাসে পেটিএমের সিইও বিজয় শেখর শর্মা পেমেন্টস ব্যাঙ্ক চালুর ব্যাপারে আশাপ্রকাশ করেছিলেন। তবে সে সময় তথ্যপ্রযুক্তি সংক্রান্ত কিছু কাজ বাকি থাকায় সে সময় প্রস্তাব আটকে গিয়েছিল। তিনি সংস্থার ৫১ শতাংশ শেয়ার দখল করে নেওয়ার পরই সোমবার সংস্থার তরফে ঘোষণা করা হয়, খুব তাড়াতাড়ি পেটিএম পেমেন্টস ব্যাঙ্ক হয়ে আসতে চলেছে।

ব্যাঙ্কের সদর দফতর হবে নয়ডায়। প্রাথমিক ভাবে পূর্ব এবং উত্তর ভারতে এর পরিষেবা শুরু হবে বলেও জানান তিনি। গত অক্টোবরে পেটিএম-এর সিইও দাবি করেছিলেন, তথ্য আদানপ্রদান, বায়োমেট্রিক অথেন্টিকেশনের মতো বেশ কিছু ব্যাপারে কাজ চলছে। প্রতি মুহূর্তেই কিছু না কিছু নতুন বিষয় সামনে আসছে। সেই চ্যালেঞ্জ সামলে উঠে ব্যাঙ্ক চালু হতে কিছুটা দেরি হল বলে জানিয়েছেন তিনি।

গত বছরের অগস্টেই পেমেন্টস ব্যাঙ্ক খুলতে ১১ আবেদনকারীকে নীতিগত ভাবে অনুমোদন দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক। এর মধ্যে ডাক বিভাগ, ন্যাশনাল সিকিউরিটিজ ডিপোজিটরি-র (এনএসডিএল) মতো সরকারি সংস্থা যেমন ছিল, তেমনই ছিল রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ, আদিত্য বিড়লা নুভোর মতো প্রথম সারির কর্পোরেট সংস্থা। ভোডাফোন এম-পেসা, এয়ারটেল-এম কমার্স-এর মতো টেলিকম শিল্পের প্রতিনিধি যেমন তালিকায় ঠাঁই পেয়েছিল, তেমনই সবুজ সঙ্কেত পেয়েছিল তথ্যপ্রযুক্তি সংস্থা টেক মহীন্দ্রা। অনুমোদন পান সান ফার্মার প্রতিষ্ঠাতা-এমডি দিলীপ শান্তিলাল সঙ্ঘভি এবং পেটিএমের প্রতিষ্ঠাতা-সিইও বিজয় শেখর শর্মাও।

আরও পড়ুন: ব্যাঙ্কে টাকা রাখলে ফ্রি টক টাইম, অভিনব প্রস্তাব এয়ারটেলের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

paytm wallet payments bank
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE