Advertisement
E-Paper

অসংগঠিত কর্মীদের পেনশন প্রকল্প চালু

সরকারি সূত্রের দাবি, এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১১.৫০ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী তাঁদের নাম নথিভুক্ত করেছেন।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৯ ০৩:১৪

অন্তর্বর্তী বাজেটে ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী পীযূষ গয়াল প্রধানমন্ত্রী শ্রম যোগী মানধন প্রকল্পের কথা ঘোষণা করার পরে ইতিমধ্যেই চালু হয়েছে তাতে নাম নথিভুক্তির কাজ। আর মঙ্গলবার অসংগঠিত ক্ষেত্রের কর্মীদের জন্য আনা সেই পেনশন প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেন্দ্রের দাবি, এতে শামিল হবেন প্রায় ৪২ কোটি কর্মী। যাঁরা ৬০ বছর বয়সের পরে মাসে ৩,০০০ টাকা করে পেনশন পাওয়ার সুযোগ নিতে পারবেন।

সরকারি সূত্রের দাবি, এখনও পর্যন্ত সারা দেশে প্রায় ১১.৫০ লক্ষ অসংগঠিত ক্ষেত্রের কর্মী তাঁদের নাম নথিভুক্ত করেছেন। সব থেকে বেশি নথিভুক্তি হয়েছে গুজরাতে। পশ্চিমবঙ্গে সেই সংখ্যা ১৫,০০০। দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা কমন সার্ভিস সেন্টারগুলির মাধ্যমেই নাম নথিভুক্তির কাজ চলছে।

রাজ্যের প্রতিটি জেলায় প্রকল্পটি প্রচারের দায়িত্বে রয়েছে আঞ্চলিক প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ ও ইএসআই দফতর। এ দিন অবশ্য আমদাবাদ থেকে উদ্বোধন অনুষ্ঠানে হাজির কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ারের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার প্রকল্পটি কার্যকর করার ব্যাপারে কোনও সহযোগিতা করছে না। রাজ্য প্রশাসন সূত্রের খবর, পিএম কিষাণ প্রকল্পের পরে পিএম শ্রম যোগী মানধনেও অংশ নেবে না পশ্চিমবঙ্গ।

এই পেনশন প্রকল্পে শামিল হওয়ার জন্য আগ্রহী কর্মীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। ১৫,০০০ টাকার মধ্যে থাকতে হবে মাসিক আয়। বয়সের ভিত্তিতে মাসে ৫৫ টাকা থেকে ২০০ টাকা পর্যন্ত প্রিমিয়াম। কর্মী যা দেবেন, তার সমান অঙ্কের টাকা জমা দেবে কেন্দ্রও। তহবিল পরিচালনা করবে জীবন বিমা নিগম। পেনশন দেওয়ার দায়িত্বও তাদের। তবে প্রভিডেন্ট ফান্ড-সহ অন্য কোনও পেনশন প্রকল্পের সুবিধা পাচ্ছেন, এমন কোনও কর্মী কেন্দ্রের এই পেনশন প্রকল্পে নাম লেখাতে পারবেন না।

Pension Unorganised Sector
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy