Advertisement
২৫ এপ্রিল ২০২৪

সুদ ঘিরে শঙ্কা বাড়াল মূল্যবৃদ্ধি 

বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমেও গাড়ি থেকে ভোগ্যপণ্যের চাহিদা বলার মতো বাড়েনি। উল্টে শিল্পোৎপাদন ও পরিকাঠামো ক্ষেত্রের পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে।

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ০৬:০২
Share: Save:

শিল্পকে চাঙ্গা করতে একের পর এক পদক্ষেপ ঘোষণা করে চলেছে কেন্দ্র। কিন্তু তার সুফল এখনও পর্যন্ত দেখতে পায়নি অর্থনীতি। এই অবস্থায় টানা ষষ্ঠ বার রিজার্ভ ব্যাঙ্কের সুদ ছাঁটাই কার্যত অবশ্যম্ভাবী বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। কিন্তু এরই মধ্যে উদ্বেগ আরও বাড়াল অক্টোবরের খুচরো মূল্যবৃদ্ধি। বুধবার পরিসংখ্যান মন্ত্রক জানাল, খাদ্যপণ্যের দামের কাঁধে ভর করে গত মাসে ওই হার ঠেকেছে ৪.৬২ শতাংশে। যা গত ১৬ মাসের সর্বোচ্চ।

বিশেষজ্ঞদের মতে, উৎসবের মরসুমেও গাড়ি থেকে ভোগ্যপণ্যের চাহিদা বলার মতো বাড়েনি। উল্টে শিল্পোৎপাদন ও পরিকাঠামো ক্ষেত্রের পরিসংখ্যান উদ্বেগ বাড়িয়েছে। সব মিলিয়ে দ্বিতীয় ত্রৈমাসিকের বৃদ্ধির হারও খুব একটা ভাল হবে না বলেই ধারণা। এই অবস্থা থেকে অর্থনীতিকে ঘুরিয়ে দাঁড় করাতে এখনও পর্যন্ত সুদ ছাঁটাইয়ের পক্ষে পাল্লা ভারী। কিন্তু খুচরো মূল্যবৃদ্ধি এই হারে বাড়লে, শীর্ষ

ব্যাঙ্কের সামনেও আর কত দিন তার সুযোগ থাকবে তা নিয়েই সন্দিহান তাঁরা। বস্তুত, খুচরো মূল্যবৃদ্ধি এখনও পর্যন্ত রিজার্ভ ব্যাঙ্কের ৪ শতাংশের (+/-২%) লক্ষ্যমাত্রার মধ্যেই রয়েছে। কিন্তু সম্প্রতি তা বেড়েছে দ্রুত হারে। সেপ্টেম্বরে তা ছিল ৩.৯৯%।

গত মাসে খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধি ছিল ৭.৮৯%। আনাজ ও ফলের দাম বেড়েছে ২৬.১০% ও ৪.০৮%। ডাল, খাদ্যশস্য, মাছ-মাংস ও ডিমের ক্ষেত্রে তা যথাক্রমে ১১.৭২%, ২.১৬%, ৯.৭৫% ও ৬.২৬%। কমেছে শুধু জ্বালানির দর (২.২%)।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Retail Inflation Economy RBI
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE