আমেরিকার শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ সুদ এখন বাড়াচ্ছে না বলে খবর পাওয়া সত্ত্বেও বৃহস্পতিবার তেমন চোখে পড়ার মতো বাড়ল না শেয়ার বাজার। বিশেষজ্ঞদের ধারণা সত্যি করে, বুধবার ৪৮৬ পয়েন্ট ওঠার রেশও ছাপ রাখল না তেমন।
বৃহস্পতিবার সেনসেক্স বেড়েছে ৮৪.৯৭ পয়েন্ট। নিফ্টি ১৭.৮৫। দাঁড়িয়েছে যথাক্রমে ২৮,২২৬.৬১ এবং ৮৭৩৪.২৫ অঙ্কে। তবে এ দিন গত চার মাসের মধ্যে সব থেকে উঁচুতে ছিল দুই সূচকই। বুধবার, বাজেটের দিন সেনসেক্স প্রায় ৪৮৬ পয়েন্ট ওঠার পরেই অবশ্য অনেক বিশেষজ্ঞ বলেছিলেন বাজেট নিয়ে বাজারের উচ্ছ্বাস শীঘ্রই স্তিমিত হবে। এ দিনও সেই ইঙ্গিত দেন তাঁরা।
গত ক’দিনের মতো বৃহস্পতিবারও বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি মাত্র ১০৮ কোটি টাকার শেয়ার কিনেছে। অন্য দিকে, বাজেটের দিন ভারতীয় আর্থিক সংস্থাগুলি প্রায় ১,১৩৪ কোটি টাকার শেয়ার কিনলেও এ দিন তারা বেচেছে ১১০ কোটির। ফলে বাজেটকে ঘিরে দেশীয় লগ্নিকারী সংস্থাগুলির মনোভাব নিয়ে ধন্দে পড়েছে বাজার। বিশেষজ্ঞদের অনেকেরই বক্তব্য, এ নিয়ে যে-আশার সৃষ্টি হয়েছিল, তা পূরণ না-হওয়ার জন্যই সূচকের লম্বা দৌড় অনিশ্চিত। এমনকী যে-কোনও সময়ে বড় মাপের সংশোধন আসতে পারে। ক্যালকাটা স্টক এক্সচেঞ্জের প্রাক্তন সভাপতি কমল পারেখ বলেন, ‘‘দেশে বা বিদেশে যে -কোনও অঘটনই বড় পতন ঘটাতে পারে। তাকে রোখার মতো মৌলিক উপাদানের অভাব রয়েছে বাজারে।’’