Advertisement
১১ মে ২০২৪

কী ভাবে বেছে নেবেন আপনার পছন্দের মিউচুয়াল ফান্ড

শুধু উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। আপনি চাইলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে নেট ব্যাঙ্কিয়ের মাধ্যমে সরাসরি বিনিয়োগ করতে পারেন। এর ফলে খরচের আগেই আপনার উপার্জনের একটা অংশ সুরক্ষিত হয়ে যায়।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ০৭ জানুয়ারি ২০১৬ ১২:৪৭
Share: Save:

শুধু উপার্জন নয়, ভবিষ্যতে আপনার জীবন সুরক্ষিত করতে দরকার বিনিয়োগ এবং সঞ্চয়। আপনি চাইলে বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে নেট ব্যাঙ্কিয়ের মাধ্যমে সরাসরি বিনিয়োগ করতে পারেন। এর ফলে খরচের আগেই আপনার উপার্জনের একটা অংশ সুরক্ষিত হয়ে যায়।

যদি বিনিয়োগ সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা না থাকে সেক্ষেত্রে মিউচাল ফান্ডে বিনিয়োগ করাই আপনার কাছে সবথেকে সুবিধাজনক। আপনি বেছে নিন সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান। মিউচুয়াল ফান্ড আপনার হয়ে বিনিয়োগ করে দেবে। সম্পদ শ্রেণীর বিস্তৃত রেঞ্জ বিনিয়োগ করে মিউচুয়াল ফান্ড। পছন্দমত মিউচুয়াল ফান্ড বেছে নেওয়াটা কিন্তু আপনার দায়িত্ব।

মিউচুয়াল ফান্ড এসআইপি-এর সুবিধা কী?

মিউচুয়াল ফান্ড এসআইপি-তে আপনি অত্যন্ত কম টাকা বিনিয়োগ করতে পারেন। আপনার যদি বিনিয়োগ নিয়ে সংশয় থাকে তাহলে এসআইপি-র হাত ধরতে পারেন। এখানে আপনি মাসিক ১০০০ টাকায় বিনিয়োগও করতে পারেন। নির্দিষ্ট সময় পর আপনি লাভের মুখ দেখবেনই। আপনার বিনিয়োগ ছোট ছোট ভাগে ভেঙে ফেললে ঠিকঠাক রিটার্নের সম্ভাবনা বেশি থাকে। বাজারের অবস্থা যখন খারাপ হয় তখন ছোট ছোট মিউচুয়াল ফান্ড ইউনিট আপনার হাতে থাকবে। মার্কেট চাঙ্গা হলে মিলবে ভাল রিটার্ন। বাজার যতই ওঠনামা করুক না কেনো নির্দিষ্ট সময় পর গড়ে আপনার লাভ হবেই।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের আগে একটু এই সংক্রান্ত পড়াশোনা করা প্রয়োজন।

দেখে নিতে হবে এসআইপি বাবদ কত টাকা কাটা হচ্ছে, তার শর্তাবলী, ইনস্টলমেন্ট। কোন স্কিমে এসআইপি শুরু করার আগে প্রাথমিক কিছু বিনিয়োগ করে নেবেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

mutual fund canara robeco
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE