Advertisement
১৬ মে ২০২৪

লাভ তোলার জেরে পড়ল শেয়ার বাজার

তিন দিনের টানা উত্থানে দাঁড়ি। মঙ্গলবারের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার এক রাখা হয়েছে বলে জানানোর পরেই হাতের শেয়ার বেচে মুনাফা তুলে নেওয়ার হিড়িক পড়ে বাজারে। যার জেরে দিনের শেষে বিএসই সূচক সেনসেক্স নেমে যায় ৯৭.৪১ পয়েন্ট। দাঁড়ায় ২৮,০৮৫.১৬ অঙ্কে।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৬ ০৩:২৯
Share: Save:

তিন দিনের টানা উত্থানে দাঁড়ি। মঙ্গলবারের ঋণনীতিতে রিজার্ভ ব্যাঙ্ক সুদের হার এক রাখা হয়েছে বলে জানানোর পরেই হাতের শেয়ার বেচে মুনাফা তুলে নেওয়ার হিড়িক পড়ে বাজারে। যার জেরে দিনের শেষে বিএসই সূচক সেনসেক্স নেমে যায় ৯৭.৪১ পয়েন্ট। দাঁড়ায় ২৮,০৮৫.১৬ অঙ্কে। আর এক সূচক এনএসই-র নিফ্‌টি ৩৩.১০ পয়েন্ট নেমে থিতু হয় ৮,৬৭৮.২৫ অঙ্কে।

বিশেষজ্ঞেরা অবশ্য বলছেন, আরবিআই গভর্নর রঘুরাম রাজন যে এ বারও রেপো রেট কমাবেন না, সেটা আগেই কিছুটা আন্দাজ করেছিল বাজার। কারণ, মূল্যবৃদ্ধির হার সাম্প্রতিক কালে আগের তুলনায় ফের কিছুটা মাথা তুলেছে। যা নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে শীর্ষ ব্যাঙ্ক। আর আগে থেকে সুদ একই থাকবে বলে আঁচ করেছিল দেখেই শেষ পর্যন্ত শেয়ার সূচকের পতন খুব বড় আকারে হয়নি, জানাচ্ছেন বিশেষজ্ঞেরা। তবে সেনসেক্সের আওতায় থাকা ৩০টি শেয়ারের মধ্যে ২১টিই পড়েছে।

আগের তিন দিনের লেনদেনে সেনসেক্স বেড়েছিল ৪৮৫ পয়েন্টেরও বেশি। যার প্রধান কারণ ছিল, সংসদে জিএসটির সংবিধান সংশোধনী বিল পাশ ও বিশ্বের বিভিন্ন দেশের বেশির ভাগ শেয়ার সূচকের ঊর্ধ্বমুখী গতি।

অনেকে যদিও মনে করছেন, আগামী এক বছরের মধ্যে সুদ কমানোর সুযোগ বেশ ভাল ভাবেই পাবে রিজার্ভ ব্যাঙ্ক। কারণ বর্ষা ভাল ভাবে নেমেছে দেশ জুড়ে। যা আগামী দিনে ফলন বাড়িয়ে খাদ্যশস্যের দাম কমাতে সাহায্য করবে বলে আশা। যার হাত ধরে নামবে মূল্যবৃদ্ধি। তার উপর আশা জাগিয়ে জিএসটি আইন তৈরির দরজা কিছুটা অন্তত খুলেছে। সেই সঙ্গে বিদেশি লগ্নিকারী সংস্থাগুলিও ভারতে বাজারে শেয়ার কেনা বাড়াচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Stock market
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE