Advertisement
০২ মে ২০২৪

টাটা বেভারেজেস সরাল মিস্ত্রিকে

টিসিএসের পর এ বার টাটা গ্লোবাল বেভারেজেস। বোর্ডরুম যুদ্ধে মঙ্গলবার সাইরাস মিস্ত্রিকে টাটা গ্লোবাল বেভারেজেস থেকে সরাল টাটা গোষ্ঠী। সঙ্গে সঙ্গেই টাটাদের সিদ্ধান্তকে বেআইনি বলে অভিযোগ আনলেন মিস্ত্রি।

জেটলির সঙ্গে দেখা করে বেরোচ্ছেন রতন টাটা। মঙ্গলবার নয়াদিল্লিতে। — পিটিআই

জেটলির সঙ্গে দেখা করে বেরোচ্ছেন রতন টাটা। মঙ্গলবার নয়াদিল্লিতে। — পিটিআই

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১৬ নভেম্বর ২০১৬ ০২:৫৩
Share: Save:

টিসিএসের পর এ বার টাটা গ্লোবাল বেভারেজেস।

বোর্ডরুম যুদ্ধে মঙ্গলবার সাইরাস মিস্ত্রিকে টাটা গ্লোবাল বেভারেজেস থেকে সরাল টাটা গোষ্ঠী। সঙ্গে সঙ্গেই টাটাদের সিদ্ধান্তকে বেআইনি বলে অভিযোগ আনলেন মিস্ত্রি। ঠিক যে-অভিযোগ তিনি এনেছিলেন টাটা সন্সের কর্ণধার পর থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পরে। পাশাপাশি, এক বিবৃতিতে মিস্ত্রির অভিযোগ, আর্থিক ফলাফল পেশ করার জন্য ডাকা বৈঠকের আলোচ্যসূচিতে ছিল না তাঁকে সরানোর প্রস্তাব। টাটা বেভারেজেসের বিবৃতিতে অবশ্য এর উল্টো দাবিই করা হয়েছে। অন্য দিকে, এ দিনই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলির সঙ্গে দেখা করেছেন টাটা সন্সের কর্ণধার পদে ফিরে আসা রতন টাটা।

মঙ্গলবার টাটা গ্লোবাল বেভারেজেস (টিজিবিএল)-এর পরিচালন পর্ষদ তার বৈঠকে সংস্থায় মিস্ত্রির চেয়ারম্যান পদ খারিজ করে দিয়েছে। ১০ জনের মধ্যে ৭ জন ডিরেক্টরই তাঁকে সরানোর পক্ষে রায় দিয়েছেন বলে সংস্থা স্টক এক্সচেঞ্জে দাখিল করা বিবৃতিতে জানিয়েছে। তবে টিজিবিএলের ডিরেক্টর হিসেবে এখনও রয়েছেন মিস্ত্রি। টিজিবিএলের শাখা সংস্থা হিসেবে রয়েছে টাটা কফি, টেটলি, গুড আর্থ টিজ, এইট’ও ক্লক, টাটা স্টারবাক্‌স। এর আগে টাটা টি লিমিটেড নামে পরিচিত টিজিবিএল দেশ জুড়ে স্টারবাক ব্র্যান্ড-নামে কফি শপ চালায়। সেটি মার্কিন সংস্থা স্টারবাক্‌স কর্পোরেশন ও টাটা গ্লোবাল বেভারেজেস-এর যৌথ উদ্যোগ।

টিজিবিএল জানিয়েছে, মঙ্গলবার মিস্ত্রির জায়গায় চেয়ারম্যান পদে আনা হল সংস্থার নন এগ্‌জিকিউটিভ ডিরেক্টর হরীশ ভট্টকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, তিনি রতন টাটার ঘনিষ্ঠ। টিজিবিএলের ওই বিবৃতিতে দাবি করা হয়েছে: ‘‘সাইরাস মিস্ত্রিকে চেয়ারম্যান পদে বহল রাখা হবে কি না, সে প্রস্তাব ১৫ নভেম্বর টিজিবিএল পর্ষদের বৈঠকে বিবেচনার জন্য পেশ করা হয়। দীর্ঘ মেয়াদে সব শেয়ারহোল্ডারের স্বার্থ সুরক্ষিত রাখতে ও সংস্থার স্থিতি বজায় রাখার কথা ভেবে পর্ষদে থাকা ১০ ডিরেক্টরের মধ্যে ৭ জন সাইরাস মিস্ত্রিকে সরানোর পক্ষে ভোট দিয়েছেন।’’ মিস্ত্রির অভিযোগের পরিপ্রেক্ষিতে নন-এগ্‌জিকিউটিভ ডিরেক্টর এস সন্তানকৃষ্ণনের পাল্টা দাবি, মিস্ত্রিকে সরানো আদৌ বেআইনি কাজ হয়নি।

এই প্রথম টাটাদের কোনও সংস্থার পর্ষদের ভোটে সরতে হল মিস্ত্রিকে। এর আগে গত ১০ নভেম্বর তাঁকে তথ্যপ্রযুক্তি সংস্থা টিসিএস-এর মাথা থেকে সরানো হলেও তা হয়েছিল সরাসরি টাটা সন্সের নির্দেশে। ২৪ অক্টোবর তাঁকে চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয় টাটা গোষ্ঠীর মূল সংস্থা টাটা সন্স। তার পর ৯ নভেম্বর টাটা সন্সের কাছ থেকেই চিঠি পেয়েছিল টিসিএস, সেখানেই মিস্ত্রিকে সরিয়ে ইশাত হুসেনকে চেয়ারম্যান করার কথা বলা হয়। উল্লেখ্য টিসিএসের ৭৩.২৬% শেয়ার রয়েছে টাটা সন্সেরই হাতে। টিজিবিএলের ক্ষেত্রে তা ৩৫.২৭%।

টিজিবিএলের ছ’জন স্বাধীন ডিরেক্টর হলেন ড্যারিয়াস প্যান্ডোলে (প্রাইভেট ইক্যুইটি ফান্ড নিউ সিল্ক রুট-এর পার্টনার), ভি লীলাধর (বিজয়া ব্যাঙ্ক ও ইউনিয়ন ব্যাঙ্কের প্রাক্তন সিএমডি), মল্লিকা শ্রীনিবাসন (ট্রাক্টর্স অ্যান্ড ফার্ম ইক্যুইপমেন্টের সিইও), অনলজিৎ সিংহ (ম্যাক্স ইন্ডিয়া-র চেয়ারম্যান), রঞ্জনা কুমার (প্রাক্তন ভিজিল্যান্স কমিশনার) ও ইরিনা ভিত্তল (ম্যাকিনজে-র প্রাক্তন পার্টনার)। প্যান্ডোলে ও অনলজিৎ সিংহ ভোট দেন মিস্ত্রিকে সরানোর বিপক্ষে। বাকি ডিরেক্টররা হলেন হরীশ ভট্ট, যাঁকে চেয়ারম্যান করা হয়েছে। রয়েছেন এমডি-সিইও অজয় মিশ্র, নন-এগ্‌জিকিউটিভ ডিরেক্টর এস সন্তানকৃষ্ণন, এগ্‌জিকিউটিভ ডিরেক্টর এল কৃষ্ণকুমার।

মিস্ত্রি অবশ্য এখনও বহাল রয়েছেন টাটা মোটরস, টাটা স্টিল, টাটা কেমিক্যালস, ইন্ডিয়ান হোটেলসের মতো সংস্থার চেয়ারম্যান পদে। তাঁকে সরানোর বিষয়টি বিবেচনার জন্য এই সব সংস্থাকে বিশেষ সাধারণ সভা ডাকতে বলেছে টাটা সন্স। ইজিএম ডেকে টাটা সন্স-ও মিস্ত্রির ডিরেক্টর পদ খারিজ করার প্রস্তাব আনবে।

মিস্ত্রি চার বছর চেয়ারম্যান থাকার সময়ে বিপুল অপচয় করেছেন বলে টাটারা যে-অভিযোগ এনেছেন, মিস্ত্রির দফতর থেকে জারি করা বিবৃতিতে এ দিন তা-ও খারিজ করা হয়েছে। তাঁর দাবি, এটা শেয়ারহোল্ডার ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করারই চেষ্টা। তিনি ব্যক্তিগত বিমান ব্যবহারের খরচ নিয়ে কটাক্ষ করেছেন রতন টাটাকে। মিস্ত্রির অভিযোগ, এত দিন চেয়ারম্যান এমেরিটাস হিসেবে রতন টাটার অফিসের বিপুল খরচের বহরের পুরোটাই ছিল টাটা সন্সের ঘাড়ে। তার মধ্যে একটি ‘বড় অংশ’ তাঁর ব্যক্তিগত বিমান ব্যবহার খাতে। এ ছাড়া কর্পোরেট লবিস্ট নীরা রাডিয়া টু-জি কেলেঙ্কারিতে জড়িয়ে পড়ার জেরে তাঁর সংস্থা বৈষ্ণবী কমিউনিকেশন্স-এর জায়গায় টাটা গোষ্ঠীর জনসংযোগের দায়িত্বে অরুণ নন্দের রিডিফিউশন এডেলম্যান-কে নিয়ে আসার জন্য প্রচুর খরচ করেছেন রতন টাটা, অভিযোগ মিস্ত্রির। বিবৃতিতে মিস্ত্রি জানিয়েছেন, ‘‘নন্দকে জনসংযোগে সহায়তার জন্য আনতে বছরে ৬০ কোটি টাকা খরচের পথে হাঁটেন রতন টাটা।’’ এই সব খরচের দায়ই তিনি চেয়ারম্যান হওয়ার পরে ‘উত্তরাধিকার সূত্রে’ পেয়েছেন বলে অভিযোগ মিস্ত্রির।

সংশ্লিষ্ট সূত্রের খবর, জেটলির সঙ্গে এ দিন আধ-ঘণ্টার মতো কথা বলেন রতন টাটা। তবে কী নিয়ে তাঁদের আলোচনা হয়, তা জানাতে রাজি হননি তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও আলোচনায় বসার জন্য সময় চেয়েছেন টাটা। মোদী-জেটলি-র সঙ্গে দেখা করার সময় চেয়েছেন সাইরাস মিস্ত্রিও।

টাটা-মিস্ত্রি দ্বৈরথ শেষ পর্যন্ত কোন দিকে গড়ায়, সে দিকেই এখন তাকিয়ে কেন্দ্র থেকে শুরু করে কর্পোরেট মহল। শেয়ারহোল্ডারদের স্বার্থে কেন্দ্র বিষয়টির উপর নজর রাখছে। তবে টাটাদের নিজেদের সংঘাতে আপাতত হস্তক্ষেপ করছে না কেন্দ্র।

দিনভর

• জেটলির সঙ্গে দেখা করলেন রতন টাটা

• বাড়তি খরচ করা নিয়ে তাঁর বিরুদ্ধে টাটাদের অভিযোগ ওড়ালেন মিস্ত্রি। প্রশ্ন তুললেন রতন টাটার অপচয় নিয়ে

• টাটা গ্লোবাল বেভারেজেসের চেয়ারম্যান পদ থেকে সরানো হল মিস্ত্রিকে। বিপক্ষে ভোট ১০ জনের মধ্যে ৭ জন ডিরেক্টরেরই

• টাটা সন্সের মতো টিজিবিএলের চেয়ারম্যান পদ থেকে সরানোর এই সিদ্ধান্তও বেআইনি, অভিযোগ মিস্ত্রির

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Tata Beverages Cyrus Mistry
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE