Advertisement
০২ মে ২০২৪
Price Hike

স্থিতিশীল বাজার, তবু ঝড়ের আভাস

জুলাই-সেপ্টেম্বরের আর্থিক ফল প্রকাশ করছে সংস্থাগুলি। ভবিষ্যৎ নিয়ে তেমন আশার বাণী না শোনালেও, আয় ও লাভ বেড়েছে টিসিএস ও ইনফোসিসের।

An image of price hike

—প্রতীকী চিত্র।

অমিতাভ গুহ সরকার
কলকাতা শেষ আপডেট: ১৬ অক্টোবর ২০২৩ ০৯:৩৯
Share: Save:

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরুতে বাজারে যেমন ধস নেমেছিল, এ বার এখনও তেমনটা হয়নি। ইজ়রায়েল-প্যালেস্টাইনের ভূ-রাজনৈতিক বিরোধ ঘিরে সংঘাতের প্রাথমিক অভিঘাতে শেয়ার সূচক কেঁপে উঠেছিল বটে, কিন্তু বড় পতন ঘটেনি। গোলাবর্ষণ শুরু করে প্যালেস্টাইনের মদতপুষ্ট হামাস জঙ্গি গোষ্ঠী। পাল্টা জবাবে ইজ়রায়েল যুদ্ধ ঘোষণা করেছে। আক্রমণ-প্রতি আক্রমণে পশ্চিম এশিয়া অশান্ত। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরে গত বছরের ২৪ ফেব্রুয়ারি সেনসেক্স নেমেছিল ২৭০২ পয়েন্ট। কিন্তু গত সপ্তাহে উঠেছে ২৮৭। তবে বিভিন্ন দেশ যে ভাবে যুযুধান দু’পক্ষের সমর্থন ও বিরোধিতায় ভাগ হচ্ছে, তাতে এর পর কী হবে জোর দিয়ে বলা যাচ্ছে না।

বাজারে বড় পতন না হওয়ার প্রধান কারণ দেশীয় অর্থনীতির জন্য ভাল কিছু খবর। এর মধ্যে রয়েছে—

  • গত মাসে খুচরো মূল্যবৃদ্ধি নেমেছে ৫.০২ শতাংশে। জুলাই, অগস্টে ছিল যথাক্রমে ৭.৪% এবং ৬.৮৩%।
  • অগস্টের শিল্পবৃদ্ধি ১০.৪%। যা ১৪ মাসে সব থেকে বেশি।
  • সুদ (রেপো রেট, যে সুদে ব্যাঙ্কলিকে ধার দেয় আরবিআই) ৬.৫ শতাংশেই স্থির রেখেছে রিজ়ার্ভ ব্যাঙ্ক।
  • ইঙ্গিত, এ মাসে আমেরিকার শীর্ষ ব্যাঙ্কও সুদ স্থির রাখতে পারে।
  • সেপ্টেম্বরে ভারতে জিএসটি আদায় ১০% বেড়েছে পৌঁছেছে ১.৬২ লক্ষ কোটি টাকায়।
  • যাত্রিবাহী গাড়ি বিক্রিও ২.৪% বেড়ে হয়েছে ৩.৬৩ লক্ষ। জুলাই-সেপ্টেম্বরে বিক্রি হয়েছে ১০.৭৬ লক্ষ, আগের বছরের থেকে প্রায় ৫% বেশি।

জুলাই-সেপ্টেম্বরের আর্থিক ফল প্রকাশ করছে সংস্থাগুলি। ভবিষ্যৎ নিয়ে তেমন আশার বাণী না শোনালেও, আয় ও লাভ বেড়েছে টিসিএস ও ইনফোসিসের। ২০% মুনাফা বেড়েছে এইচডিএফসি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিরও। চলতি সপ্তাহে বেরোবে আরও কিছু ফল। বাজার তাকিয়ে সেই দিকে।

তবে দুশ্চিন্তা বাড়ানোর মতো বিষয়ও রয়েছে সামনে। যেমন—

  • বিশ্ব বাজারে ৯০ ডলার ছাড়িয়েছে অশোধিত তেলের (ব্রেন্ট ক্রুড) দাম।
  • ভারতীয় রফতানি বাণিজ্য নাগাড়ে কমছে। ডলারের দাম বেড়ে পৌঁছেছে ৮৩.২৮ টাকায়।
  • বিদেশি লগ্নিকারী সংস্থাগুলি শেয়ার বেচে তহবিল তুলছে।
  • কমছে বিদেশি মুদ্রার ভান্ডার। ৬ অক্টোবর শেষ হওয়া সপ্তাহে ২১৬৬ কোটি ডলার কমে তা নেমেছে ৫৮,৪৭৪ কোটি ডলারে। সম্প্রতি তা ছাড়িয়েছিল ৬০,০০০ কোটি ডলার।

বাজার বেশ কিছু দিন ধরে তেজি থাকায় ও ভবিষ্যৎ সম্ভাবনাময় থাকবে এই আশায় লগ্নি বেড়েই চলেছে শেয়ার ভিত্তিক ফান্ডে। সেপ্টেম্বরের শেষে ফান্ডগুলিতে মোট সম্পদ ৪৬.৫৮ লক্ষ কোটি টাকা। বিনিয়োগকারীদের অ্যাকাউন্টের সংখ্যা বেড়ে পৌঁছেছে ১৫.৭১ কোটিতে।

(মতামত ব্যক্তিগত)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Price Hike market price World Economy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE