Advertisement
১১ মে ২০২৪
USA china business deal

জানুয়ারিতেই মার্কিন-চিন বাণিজ্য চুক্তি

গত দেড় বছর ধরে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুল্ক-যুদ্ধ চলছে।

লিউ হে এবং ডোনাল্ড ট্রাম্প।

লিউ হে এবং ডোনাল্ড ট্রাম্প।

সংবাদ সংস্থা 
বেজিং শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২০ ০৫:২৭
Share: Save:

শুল্ক-যুদ্ধের সমাধানে এ মাসের মাঝামাঝি সময়ে আমেরিকা ও চিনের মধ্যে প্রাথমিক পর্যায়ের বাণিজ্য চুক্তি হতে চলেছে। এর জন্য ১৩ থেকে ১৫ জানুয়ারি ওয়াশিংটনে যাচ্ছেন চিনের ভাইস প্রিমিয়ার লিউ হি। বেজিংয়ের পক্ষে তিনিই চুক্তিতে সই করবেন। বৃহস্পতিবার চিনের বাণিজ্য মন্ত্রকের মুখপাত্র গাও ফেং বিষয়টি জানান।

এর আগে খোদ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, ১৫ জানুয়ারি চিনের উচ্চপদস্থ প্রতিনিধি দলের সঙ্গে ওয়াশিংটনে চুক্তি সই হবে। তার পরে দ্বিতীয় পর্যায়ের চুক্তির ব্যাপারে আলোচনা শুরু করতে চিন সফরে যাবেন তিনি। যদিও চুক্তির কাঠামো নিয়ে কোনও পক্ষই মুখ খোলেনি।

গত দেড় বছর ধরে বিশ্বের বৃহত্তম দুই অর্থনৈতিক শক্তির মধ্যে শুল্ক-যুদ্ধ চলছে। একে অপরের পণ্যের উপরে ক্রমাগত শুল্ক চাপিয়ে বা বাড়িয়ে চলেছে তারা। এর বিরূপ প্রভাব পড়েছে গোটা বিশ্বের অর্থনীতির উপরে। দু’পক্ষের মধ্যে বেশ কয়েক দফা বৈঠকের পরে ডিসেম্বরে আভাস পাওয়া যায়, বরফ কিছুটা গলতে শুরু করেছে। নতুন করে ফের শুল্ক চাপানোর কথা থাকলেও তা স্থগিত রাখে দুই দেশই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

China Business Treaty USA
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE