Advertisement
১১ মে ২০২৪

কাজ বন্ধ টিটাগড় কিনিসন জুটমিলে

উৎপাদন ঠিক মতো না-হওয়ার কারণে অস্থায়ী ভাবে টিটাগড় কিনিসন চটকল বন্ধের সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে চটকলের মূল ফটকে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলতে দেখেন শ্রমিকেরা।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ মার্চ ২০১৬ ০২:৫৪
Share: Save:

উৎপাদন ঠিক মতো না-হওয়ার কারণে অস্থায়ী ভাবে টিটাগড় কিনিসন চটকল বন্ধের সিদ্ধান্ত নিলেন কর্তৃপক্ষ। সোমবার সকালে কাজে যোগ দিতে গিয়ে চটকলের মূল ফটকে সাসপেনশন অব ওয়ার্কের নোটিস ঝুলতে দেখেন শ্রমিকেরা।

আঠারো শতকে চটকলটি ইংরেজরা তৈরি করলেও পরে কেন্দ্রীয় সরকারের এনজেএমসির পরিচালনায় ছিল এটি। সম্প্রতি রজত ইঞ্জিনিয়ারিং নামে একটি সংস্থা ঠিকা নিয়ে তা চালাচ্ছিল। রুগ্ণ চটকল হিসাবে চিহ্নিত কিনিসনে ওই ঠিকাদারের অধীনে কাজ করছিলেন ৬০০ শ্রমিক। কর্তৃপক্ষ উৎপাদন ঠিক না হওয়ার কারণ দেখালেও এনজেএমসির পক্ষে কিনিসনের সিইও জে পি রাই বলেন, ‘‘কাঁচা মাল আমরা জোগাচ্ছিলাম। ঠিকা সংস্থা বস্তা তৈরি করছিল। আগেও তারা মিল বন্ধ করেছে ক্ষতির অজুহাতে দেখিয়ে। ওই সংস্থাকে নোটিস পাঠাচ্ছি শ্রমিকদের বকেয়া বেতন মেটাতে। এরপর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’’ প্রয়োজনে ঠিকাদারকে বাতিলও করা হতে পারে, জানান এন জে এম সি কর্তারা। বহু শ্রমিকেরই ক্ষোভ, বেতন হওয়ার ঠিক আগেই এ ভাবে মিল বন্ধ করা উদ্দেশ্যপ্রণোদিত। আইএনটিটিইউসি নেতা তথা টিটাগড় পুরসভার চেয়ারম্যান প্রশান্ত চৌধুরী বলেন, ‘‘সামনে ভোট। তার আগে কয়েকশো মানুষকে কর্মহীন করাটা রাজনৈতিক চক্রান্তও হতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Titagarh jute mill
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE