কেব্ল টিভি, ডিটিএইচের মতো পরিষেবায় এ মাসেই চালু হতে যাওয়া নতুন নিয়ম আর চ্যানেলের দর নিয়ে ধোঁয়াশা কাটেনি এখনও। তার মধ্যেই বুধবার টেলিকম নিয়ন্ত্রক ট্রাইয়ের দাবি, তা চালু হলে আসলে পছন্দের চ্যানেল দেখতে খরচ কমবে গ্রাহকের। একই সঙ্গে পুরো বিষয়ে স্বচ্ছতা আসায় তার সুফল পাবেন গ্রাহক এবং এই পরিষেবায় যুক্ত সংশ্লিষ্ট সব পক্ষ।
কিন্তু ট্রাইয়ের এই দাবি এখনও পুরোপুরি মানতে নারাজ লোকাল কেব্ল অপারেটর (এলসিও) ও মাল্টি সার্ভিস অপারেটরদের (এমএসও) অনেকেই। সিটি কেব্লের ডিরেক্টর সুরেশ শেঠিয়া বলেন, ‘‘যাঁরা সীমিত সংখ্যক চ্যানেল দেখবেন, তাঁদের খরচ হয়তো কমবে। কিন্তু বেশি চ্যানেল দেখলে বাড়বে।’’ ইঙ্গিত, একই টাকায় কম চ্যানেল পাওয়ার আশঙ্কা থাকছে।
চ্যানেল সংস্থাগুলি তাদের পে চ্যানেলের সর্বোচ্চ দাম (জিএসটি ধরে) কত স্থির করেছে, তা ট্রাই নিজেদের ওয়েবসাইটে (www.trai.gov.in) গ্রাহকের তথ্য সংক্রান্ত বিভাগে দিয়েছে। সেখানে নতুন নিয়ম নিয়ে ট্রাইয়ের বক্তব্য জানান সেক্রেটারি এস কে গুপ্ত। তাঁদের দাবি, সমীক্ষা বলছে, টিভি থাকা পরিবারের ৯০ শতাংশেরও বেশি বাস্তবে ৫০টি বা তার চেয়েও কম চ্যানেল দেখে। অন্য একটি সূত্রের আবার দাবি, পশ্চিমবঙ্গে তা ২০টিরও কম।